Gautam Adani: Norway wealth fund sold stakes in Adani companies

Gautam Adani: ভয়ে ১,৬৪৯ কোটির শেয়ার বিক্রি করল নরওয়ের সংস্থা, বাজারে আবার দর কমল আদানির

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নরওয়ে সোভরেন ওয়েল্থ ফান্ড (Norway’s sovereign wealth fund) আদানি গোষ্ঠী (Adani Group) থেকে তাদের সমস্ত বিনিয়োগের টাকা তুলে নিল। স্ক্যান্ডিনেভিয়া তথা গোটা বিশ্বের সবচেয়ে বড় স্টক ইনভেস্টর (World’s largest stock investor) হল এই রাষ্ট্রায়ত্ত সংস্থা। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, এই আর্থিক সংস্থা বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে জানিয়েছে যে, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত একটু একটু করে আদানি গোষ্ঠীতে তাদের বিনিয়োগ করা মোট ২০০ মিলিয়ন ডলার তুলে নিয়েছে।

এই তহবিলের অন্যতম কর্তা ক্রিস্টোফার রাইটের কথায়, ‘‘আমরা বহু বছর ধরে আদানিদের উপর নজরদারি চালাচ্ছি। তাদের বেশ কিছু কাজ পরিবেশগত ঝুঁকি তৈরি করছে।’’ একটি সংবাদিক বৈঠকে বৃহস্পতিবার ক্রিস্টোফার এই মন্তব্য করেন।  তহবিলের কাছে থাকা আদানিদের অবশিষ্ট শেয়ারগুলিও তারা বিক্রি করে দিয়েছে বলেই জানিয়েছে।

আরও পড়ুন: Ramdev: মুসলিমদের ধর্মীয় ভাবাবেগে আঘাত, উসকানিমূলক মন্তব্যের জেরে রামদেবের বিরুদ্ধে FIR

২০১৪ সাল থেকে ২০২২ সালের শেষ পর্যন্ত নরওয়ের এই সংস্থা আদানি গোষ্ঠীর পাঁচটি সংস্থা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। আদানি পোর্ট-সহ তিনটি সংস্থায় বিনিয়োগ করেছিল নরওয়ের এই তহবিল। তবে কফিনে শেষ পেরেক পুঁতে তারা এই তিনটি সংস্থা থেকেও সরে এল। ক্রিস্টোফার বলেন, ‘‘গত বছরের শেষ থেকে আমরা আদানি সংস্থাগুলিতে বিনিয়োগ আরও কমিয়েছি। আমাদের সঙ্গে আদানিদের আর বিশেষ সম্পর্ক নেই।’’

২০২২ সালের শেষের দিকে নরওয়ের ওই তহবিল-এর আদানি গ্রিন এনার্জিতে ৫২.৭ মিলিয়ন ডলার মূল্যের শেয়ার, আদানি টোটাল গ্যাসের ৮৩.৬ মিলিয়ন ডলারের শেয়ার এবং আদানি পোর্টস এবং স্পেশাল ইকোনমিক জোনে ৬৩.৪ মিলিয়ন ডলারের শেয়ার ছিল। সব মিলিয়ে আদানিদের প্রায় ১,৬৪৯ কোটি টাকার শেয়ার বিক্রি করে দিল নরওয়ের সংস্থা। বিশেষজ্ঞরা মনে করছেন এই খবর প্রকাশ্যে আসতেই আদানি গোষ্ঠীর সংস্থাগুলির শেয়ার দরে পতন দেখা গিয়েছে।

আরও পড়ুন: Adani Wilmar: পাঁচ বছরের GST ফাঁকির অভিযোগ, এবার আদানির সংস্থার বিরুদ্ধে তদন্তে কংগ্রেস সরকার

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest