Gautam Adani's Son Jeet Engaged To Diamond Businessman's Daughter Diva Jaimin Shah

Gautam Adani: হবু শ্বশুরের হিরের ব্যবসা! প্রায় গোপনে বাগ্‌দান গৌতম আদানির ছেলের!

ভারতীয় ব্যবসায়ী এবং আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বাড়িতে বিয়ের সানাই। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদানির ছোট ছেলে জিৎ আদানি। রবিবার দিভা জাইমিন শাহের সঙ্গে বাগদান সেরেছেন আদানি পুত্র। দিভা সি দীনেশ অ্যান্ড কোং প্রাইভেট লিমিটেডের হীরা ব্যবসায়ী জাইমিন শাহের কন্যা দিভা।

গৌতমের দুই ছেলে কর্ণ এবং জিৎ। গুজরাটের আহমেদাবাদে ছোট ছেলে জিতের বাগ‌্দান হল বেশ চুপিসারে। পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। অনুষ্ঠানের একটি মাত্র ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি দেখে যদিও অনুষ্ঠানে কতটা জাঁক হয়েছে, তা বোঝা যায়নি।

ছবিতে দেখা গিয়েছে, হালকা প্যাস্টেল নীল রঙের লেহঙ্গা পরেছেন দিভা। সঙ্গে ওই রঙের ওড়না। লেহঙ্গা আর ওড়নার পারে ঘন জরির কাজ। দিভার গলায়, কানে হিরের গয়না। দিভার সঙ্গেই রং মিলিয়ে কুর্তা, পাজামা পরেছেন জিৎ। কুর্তার উপর জওহর কোট। জওহর কোটে ম্যাট জরির কাজ।

পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লায়েড সায়েন্সে পড়াশোনা করেছেন জিৎ। পড়াশোনা শেষ করে ২০১৯ সালে গৌতম আদানির সংস্থায় যোগ দিয়েছেন। জিৎ এখন আদানি সংস্থার গ্রুপ ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট। আদানি গোষ্ঠীর ওয়েবসাইটে লেখা রয়েছে, জিৎ এখন স্ট্র্যাটেজিক ফিনান্স, ক্যাপিটাল মার্কেট, রিস্ক অ্যান্ড গভর্ন্যান্স পলিসির বিষয়টি দেখছেন। সেই সঙ্গে এখন আদানি গোষ্ঠীর বিমানবন্দর ব্যবসা সামলাচ্ছেন। আদানি ডিজিটাল ল্যাবও সামলাচ্ছেন তিনি।

আরও পড়ুন: BJP-র আয়োজনে হনুমান মূর্তির সামনে মহিলাদের বডি-বিল্ডিং পোজ, তোপ কংগ্রেসের

জিতের হবু স্ত্রী দিভাও নাকি কম যান না। দিভার বাবার হিরের ব্যবসা রয়েছে। নাম জৈমিন শাহ। তাঁর সংস্থার নাম সি দীনেশ অ্যান্ড কো-প্রাইভেট লিমিটেড। মূলত মুম্বই এবং সুরতেই ব্যবসা করে দিভার বাবা জৈমিনের সংস্থা। সহযোগী চিনু দোশীর সঙ্গে এই সংস্থা তৈরি করেছিলেন তিনি। দিভা সেই সংস্থায় কাজ করেন কি না, জানা যায়নি।

গৌতমের বড় ছেলে করণ আদানি, সিরিল শ্রফের মেয়ে পরিধি শ্রফকে বিয়ে করেছেন তিনি। আদানি স্পোর্টস এন্ড এসইজেড সিইও করণ আদানি। পাশাপাশি আদানি বিমানবন্দর হোল্ডিংস লিমিটেডের ডিরেক্টর তিনি।

গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে স্টক কারচুপি এবং বিপুল ঋণের বোঝার অভিযোগ তোলা হয়। সেই সময় থেকে শেয়ার বাজারে ধস নেমেছে আদানি গোষ্ঠীর। এখনও পর্যন্ত প্রায় শেয়ার বাজার থেকে প্রায় ১২৭ বিলিয়ন মার্কিন ডলার হাওয়া হয়ে গিয়েছে আদানি গ্রুপের।

আরও পড়ুন: Marriage: উচ্চ মাধ্যমিকে কম নম্বর পাত্রীর! আশীর্বাদের পর বিয়ে ভাঙল পাত্রপক্ষ