gold price drop at the beginning of the week, find out the rate of 10 grams of gold

Gold Rate Today: সপ্তাহের শুরুতেই সস্তা সোনা, জেনে নিন ১০ গ্রাম গোল্ডের রেট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সপ্তাহেই শুরুতেই সুখবর পেলেন ক্রেতারা। সোমবার ভারতে কমল সোনা এবং রুপোর দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ০.৬৪ শতাংশ বা ৩৩১ টাকা কমে দাঁড়িয়েছে ৫১,৫৪৫ টাকা। আবার এক কিলোগ্রাম রুপোর দাম ৫৩৬ টাকা বা ০.৭৮ শতাংশ কমে ৬৮,৩০০ টাকায় ঠেকেছে।

এমসিএক্সে সকাল ৯.০৫ মিনিটে সোনার দাম ১৫৫ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,৭২১ টাকা হয়েছে ৷ এই দাম ২৪ ক্যারেট সোনার দাম ৷ এদিন বাজার খুলেছিল ৫১,৭২১ টাকায় ৷ এদিন রুপোর দামেও পতন দেখা গিয়েছিল এমসিএক্সে ৷ সকালে এক্সচেঞ্জে রুপোর দাম ৩১৬ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৬৮,৫২০ টাকা হয়েছে ৷ এদিন বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৬৮,৫১১ টাকা ৷

আরও পড়ুন: Uniform Civil Code: উত্তরাখণ্ডে প্রথম চালু হবে ইউনিফর্ম সিভিল কোড

শুক্রবার বাজার বন্ধের সময় এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৫১,৮৮৮ টাকা ছিল। যা বৃহস্পতিবারের থেকে ০.৩৬ শতাংশ বা ১৯০ টাকা কম। সেই ধারা অব্যাহত রেখে সোমবার বাজার খোলার পর সোনা এবং রুপোর দাম আরও কমে গিয়েছিল। একটা সময় ১০ গ্রাম সোনার ০.৭৪ শতাংশ বা ৩৮৬ টাকা কমে গিয়েছিল। ৬৭৩ টাকা বা ০.৯৮ শতাংশ গিয়েছিল এক কিলোগ্রাম রুপোর দাম। সেখান থেকে কিছুটা উত্থান হয়েছে সোনা এবং রুপোর। সার্বিকভাবে অবশ্য চলতি মাসের ৫৫,৬০০ টাকার ‘শৃঙ্গ’ থেকে অনেকটা কম আছে ১০ গ্রাম সোনার দাম। আপাতত প্রায় ৪,০০০ টাকা কম আছে।

বিশেষজ্ঞদের মতে, আগামিকাল এবং বুধবার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার যে কথা আছে, তার প্রভাব পড়বে সোনা এবং রুপোর দামে।

আরও পড়ুন: Accident: আনন্দ বদলে গেল বিষাদে, বিয়েবাড়ি যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত অন্তত ৭

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest