Site icon The News Nest

বুধবারেও পড়ল সোনার দর, আরও সস্তা হল রুপো!

gold 2

বিশ্ববাজারে চাহিদা কম থাকার কারণে বুধবার ভারতে সোনার দাম কমেছে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে, সোনার অক্টোবর ফিউচার প্রতি ১০ গ্রামে ২৫৮ টাকা বা ০.৫৪ শতাংশ কমে ৪৭ হাজার ৩৫৪ টাকায় নেমেছে।গতকাল এর মূল্য ছিল ৪৭ হাজার ৬১২ টাকা। পাশাপাশি, রুপোর সেপ্টেম্বর ফিউচারও ৪১২ টাকা বা ০.৬৫ শতাংশ কমে প্রতি কেজিতে ৬৩ হাজার ৬২ টাকায় নেমে এসেছে। গতকাল রুপোর ফিউচারের দাম ছিল ৬৩ হাজার ৪৭৪ টাকা।

বিশ্বব্যাপী ডলারের দাম বেড়ে যাওয়ায় সোনার দাম কমেছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্পট গোল্ড ০.৪ শতাংশ কমে প্রতি আউন্সে ১,৭৯৬.০৩ ডলার, আর মার্কিন সোনার ফিউচার ০.৬ শতাংশ কমে ১,৭৯৭.৫০ ডলারে নেমে এসেছে।

আরও পড়ুন:  জাতীয় স্তরে প্রশংসিত মমতা সরকারের আরও এক প্রকল্প, দেশের মধ্যে ১ নম্বরে ‘বাংলার বাড়ি’, জানাল কেন্দ্র

বুধবার, ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম দাম ৩৯০ টাকা বেড়ে ৪৬,৬৫০ টাকা / আগের ট্রেডে, সোনা ১০ গ্রাম প্রতি ৪৬,২৬০ টাকায় বন্ধ হয়েছিল। অন্যদিকে, আগের ট্রেডের তুলনায় ৮০০ টাকা বেড়ে প্রতি কেজিতে রুপো বিক্রি হয়েছিল ৬২,৮০০ টাকায়।

আজ নয়াদিল্লি এবং মুম্বাইয়ে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৪৬,৬০০ টাকা এবং ৪৬,৬৫০ টাকা। পাশাপাশি, চেন্নাইতে সোনার দাম ৪৪,৮৫০ টাকা।পাশাপাশি, ২৪ ক্যারেট সোনার দামও ৬০ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৪৭,২৬০ টাকা হয়েছে। নয়া দিল্লিতে আজ ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫০,৮৩০ টাকা এবং মুম্বাইয়ে ৪৭,৬৫০ টাকা হয়েছে।

আরও পড়ুন:  কোন মরসুমে শারীরিক মিলন সবচেয়ে বেশি প্রয়োজন? কী বলছে Ayurveda

Exit mobile version