Gold, silver prices today: Gold prices dip to Rs 50,450, silver prices unchanged at Rs 56,150 a day before Dhanteras

Gold-Silver Rate Today : ধনতেরাসের আগেরদিন ৫০,০০০ টাকার নীচে সোনা!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দীপাবলি ও ধনতেরস উপলক্ষ্যে সোনার দাম বাড়বে বলে অনুমান করা হলেও এটার ঠিক উল্টোটা হচ্ছে ৷ উৎসবের মরশুমে সোনার দাম কমতে পারে ৷ শুক্রবার ২১ অক্টোবর সোনার দাম দেশের বাজারেও কমে গিয়েছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দামে পতন দেখা গিয়েছে ৷ মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) এদিন সোনার দাম ০.২২ শতাংশ কমে গিয়েছে ৷ রুপোর দামও এমসিএক্সে ০.৪৭ শতাংশ কমে গিয়েছে ৷

আজ এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ২৪৩ টাকা বা ০.৪৮ শতাংশ কমে ঠেকেছে ৪৯,৯০০ টাকায়। অর্থাৎ চলতি বছরের সর্বোচ্চ স্তরের থেকে প্রায় ৫,০০০ টাকা কম পড়ছে হলুদ ধাতুর দাম। আজ ভারতীয় বাজারে কমেছে রুপোর দামও। ৪৬৬ টাকা বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৬,১৮৭ টাকা। বৃহস্পতিবার অবশ্য রুপোর দাম এক শতাংশের মতো বৃদ্ধি পেয়েছিল। সেখান থেকে ধনতেরাসের ঠিক আগেরদিন কমে গেল দাম।

আরও পড়ুন: Global Hunger Index 2022: ক্ষুধা সূচকে পাকিস্তান-বাংলাদেশের থেকেও পিছনে ভারত

কলকাতার খুচরো বাজারে শুক্রবার সোনার দাম কত? ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট, ১০ গ্রাম) কিনতে ৫০,৮০০ টাকা খরচ পড়বে। ১০ গ্রাম গয়না সোনার (২২ ক্যারাট) দাম ৪৮,২০০ টাকা পড়ছে। ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ৪৮,৯০০ টাকা। সবক্ষেত্রেই যোগ হবে জিএসটি।

আজ কলকাতায় এক কিলোগ্রাম রুপোর বাটের দাম পড়ছে ৫৬,২০০ টাকা। বাড়তি ১০০ টাকা গুনতে হবে খুচরো রুপোর ক্ষেত্রে। অর্থাৎ এক কিলোগ্রাম খুচরো রুপোর দাম ৫৬,৩০০ টাকা পড়ছে। সঙ্গে জিএসটি যুক্ত হবে।

আরও পড়ুন: ডেঙ্গু আক্রান্তকে প্লাজমার বদলে মুসাম্বির রস! রোগীমৃত্যু ঘিরে তুলকালাম যোগী রাজ্যে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest