প্রাক্তন ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট (WWE) চ্যাম্পিয়ন ‘দ্য গ্রেট খালি’ অর্থাৎ দলীপ সিং রানাকে এবার টোল প্লাজার কর্মীদের সঙ্গে বচসা করতে দেখা গেছে। এটা কোনও স্টান্ট মারামারি নয়, বাস্তবে ঘটেছে। আসলে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে খালির একটি ভিডিও। এই ভিডিওর মাধ্যমে দাবি করা হচ্ছে, আইডি কার্ড চাওয়ায় টোল প্লাজার কর্মীকে চড় মেরেছেন খালি।
আসলে, এই ঘটনাটি যখন দ্য গ্রেট খালি জলন্ধর থেকে কর্নাল যাচ্ছিলেন। ফিলোরের কাছে টোল প্লাজার এই ভিডিওটি বলা হচ্ছে। এই চোর কান্ড প্রসঙ্গে খালি বলেন, একজন কর্মচারী ছবি তুলতে গাড়িতে ঢুকছিলেন। প্রত্যাখ্যান করা নিয়ে ঝগড়া হয়। এরপর বাকি কর্মচারীরা এসে তার গাড়ি ঘেরাও করে তাকে ব্ল্যাকমেইল করতে থাকে। এ সময় তিনি গাড়ি থেকে নেমে ভিড় সরাতে চেষ্টা করেন।
আরও পড়ুন: Mahua Moitra: ‘কালী’ পোস্টার নিয়ে মন্তব্যের জের, তৃণমূলকে ‘আনফলো’ করলেন মহুয়া
Viral Video of Argument between WWE Superstar 'The Great #Khali' and Toll workers, Somewhere In Punjab. pic.twitter.com/MsCdPslcLs
— Nikhil Choudhary (@NikhilCh_) July 11, 2022
এই সময় টোল প্লাজার কর্মচারীরা খালিকে বাধা দিতে থাকে থাকায় তিনি রেগে গিয়ে একটি চোর মারেন। অন্যদিকে, কর্মচারী বলেছেন যে তিনি কেবল খালির কাছে একটি আইডি কার্ড চেয়েছিলেন। সেই সময় তাকে চড় মারেন খালি। এরপরেই রাগে সব কর্মচারী খালিকে ঘিরে ধরে। পরে পুলিশও ঘটনাস্থলে আসে।
উলেখ্য, গ্রেট খালি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতাও। যদিও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।
আরও পড়ুন: নয়া সংসদ ভবনের ছাদে বসল ৯৫০০ কেজি ব্রোঞ্জের অশোক স্তম্ভ, উন্মোচন প্রধানমন্ত্রীর