Gujarat BJP MLA terms Netaji Subhas Chandra Bose 'aatankwadi' on FB

Netaji Subhas Chandra: এফবিতে নেতাজিকে ‘আতঙ্কবাদী’ সম্বোধন বিজেপি বিধায়কের

দেশজুড়ে উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হয়েছে নেতাজি। বলা ভালো নেতাজিকে নিয়ে পুজোর ছলে চলেছে রাজনৈতিক দড়ি টানাটানি। বিজেপিও নতুন করে নেতাজি ভজনায় মেতে উঠেছে। আরএসএস প্রধান পর্যন্ত বলেছেন তারা নাকি নেতাজির পথ অনুসরণ করে চলছেন। আরএসএসের পথ নাকি নেতাজিরই পথ। এমন অবস্থায় এক বিজেপি নেতা নিজের ফেসবুক পেজে নেতাজিকে বেমালুম ‘আতঙ্কবাদী’ বলে বসলেন।

সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে নানা প্রান্ত থেকে শুরু হয় নিন্দা।সেই নিন্দার ধাক্কায় ওই বিজেপি বিধায়ক নিঃশর্তে ক্ষমা চেয়ে নেন। জানান, এটা নাকি তাঁর অনিচ্ছাকৃত ত্রুটি।এই কদর্য মন্তব্য গুজরাত বিধানসভা আনন্দ সংসদীয় কেন্দ্রের বিধায়ক যোগেশ আর প্যাটেলের। তিনি তাঁর ফেসবুক পেজে নেতাজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তাঁকে আতঙ্কবাদী বলে সম্বোধন করেন।বিধায়ক অবশ্য পরে ক্ষমা চেয়ে নেন। বলেন, ভুল অনুবাদের ফলেই এই ত্রুটি। জানিয়েছে, ইংরেজি থেকে গুজরাতি ভাষায় অনুবাদ করতে গিয়ে এই ভুল হয়ে গিয়েছে। এটাই ইচ্ছাকৃত নয়। অনিচ্ছাকৃত ত্রুটি।

পদ্মনেতা বলেন, বোস একটি আতঙ্কবাদী সংগঠনের সদস্য ছিলেন। কংগ্রেস নেতা আইন অমান্য আন্দোলনে অংশগ্রহণ করেন। সমাজতত্ত্বে বিশ্বাস ছিল।এই খবর শুনে অনেকে বলছেন যারা গডসে ভজনা করে, যারা সাভারকার ও গোলওয়ালকারের পুজো করে তারা যদি হঠাৎ করে কেবল রাজনীতির জন্য নেতাজি ভজনা করে তাহলে এমন ভুল হবেই। আসলে নেতাজি সম্পর্কে তাদের কোনো আবেগ নেই। সবটাই রাজনীতি। যেহেতু আরএসএস এবং বিজেপি এখন কুশলে নেতাজিকে নিজেদের লোক বানাতে চাইছে, তাই বিজেপি ছোট- বড়, চুনো সব নেতাই নেতাজির ভজনা করছেন। কিন্তু নেতাজির আদর্শে চলতে গেলে বিদ্বেষ মুছে ফেলত হবে। টাকি তারা পারবে ? যদি তারা তা পারে, তাহলে মনে কথা এমনি করেই বেরিয়ে পড়বে।