Gujarat: Five teenage boys drown in Krishna Sagar lake in Botad town

Gujarat: দুই বন্ধুকে বাঁচাতে গিয়ে জলে ডুবে মৃত্যু আরও ৩ কিশোরের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হ্রদের জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল পাঁচ কিশোরের। শুরুতে জলে নেমেছিল দুই কিশোর। তিন বন্ধু দাঁড়িয়ে ছিল পাড়ে। বন্ধুরা ডুবে যাচ্ছে দেখে তাঁদের বাঁচাতে জলে ঝাঁপ দেয় তিন কিশোর। যদিও বন্ধুদের বাঁচাতে পারেনি, উলটে তারাও তলিয়ে যায়। পরে ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় শোকের ছায়া নামে এলাকায়।

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গুজরাটের কৃষ্ণ সাগর লেকে।শনিবার দুপুরে স্থানীয় কৃষ্ণসাগর হ্রদে স্নান করতে গিয়েছিল পাঁচ বন্ধু। প্রথম জলে নামে দুই কিশোর। সাঁতার কাটতে কাটতে তারা পাড় থেকে অনেকটা দূরে চলে যায়। ফেরার সময় কিছুটা সাঁতার কেটেই দম হারিয়ে ফেলে। এরপর হাবুডুবে খেতে শুরু করে। বন্ধুদের বিপদ দেখে বাকি তিন কিশোর জলে ঝাঁপিয়ে পড়ে তাদের বাঁচানোর চেষ্টা করে। যদিও তারাও জলে ডুবে যায়। পাড়ের কাছাকাছি থাকা এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি। তিনিই লোক ডাকাডাকি করেন।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। কিন্তু কাউকেই প্রাণে বাঁচানো যায়নি।

বোতাড়ের পুলিশ সুপার জানিয়েছেন, “ডুবুরি নামিয়ে পাঁচ কিশোরের দেহ উদ্ধার করা হয়েছে। মৃত কিশোরদের বয়স ১৬-১৭ বছরের মধ্যে।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest