Gujarat: Heart attack claims 17-yr-old girl's life

Gujarat: কলকাতার ঘটনার পুনরাবৃত্তি, স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে দ্বাদশ শ্রেণির পড়ুয়ার মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতার পর এবার গুজরাটের নবসারি। স্কুলের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারাল দ্বাদশ শ্রেণির ছাত্রী তানিশা গান্ধী।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটে গুজরাটের নবসারির এবি স্কুলে। জানা গিয়েছে, টিফিন পিরিয়ডে বন্ধুদের সঙ্গে সিঁড়ি বয়ে উঠছিল তানিশা। বন্ধুরা গল্প করতে করতে কিছুটা এগিয়ে যায়। পিছন ফিরে তারা দেখে রেলিং ধরে দাঁড়িয়ে ওই কিশোরী।জানা গিয়েছে, তানিশা দরদর করে ঘামছিল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। রেলিং শক্ত করে ধরে রাখলেও দাঁড়িয়ে থাকতে পারছিল না সে। কয়েকজন পড়ুয়া তাকে ধরাধরি করে দাঁড়ায়। বাকিরা দ্রুত গিয়ে স্কুল কর্তৃপক্ষকে জানায়।

সঙ্গে সঙ্গে কাছের হাসপাতালে নিয়ে যান স্কুল কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিক ভাবে চিকিৎসকেরা মনে করছেন, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে কিশোরীর। ময়নাতদন্তের রিপোর্ট এলে এ বিষয়ে তাঁরা নিশ্চিত হতে পারবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: Rahul Gandhi: ‘শাদি কিজিয়ে, হাম বারাতি বনেঙ্গে’, পটনার বৈঠকে রাহুলের কাছে আবদার লালুর

এবি স্কুলের প্রধান শিক্ষিকা অম্রুত ছাত্রোলা জানিয়েছেন, সিঁড়ি দিয়ে ওঠার সময় আচমকা অসুস্থবোধ করে তানিশা। রেলিং আঁকড়ে ধরার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। তাকে ধরে ফেলে সহপাঠীরা। তারাই স্কুল কর্তৃপক্ষকে জানায়। অমরুত বলেন, ‘‘স্কুলের গাড়িতেই ওকে পাশের হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তাঁরা জানান, কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর।’’ স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এই ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। তানিশা চিকিৎসক হতে চাইত। নিটের প্রস্তুতি নিচ্ছিল। দু’বছর আগে মাকে কোভিডে হারিয়েছিল সে। বাবার সঙ্গে থাকত। বাবা পদার্থবিদ্যার শিক্ষক।

বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছে তানিশার সহপাঠীরা। অন্য পড়ুয়াদের মধ্যেও ছড়িয়েছে আতঙ্ক। পরিস্থিতি বুঝে মঙ্গলবার স্কুল ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার স্কুল খুলবে কি না তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য গত সপ্তাহে কলকাতার একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলও এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থেকেছে। প্রার্থনা চলাকালীন হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে প্রাণ হারায় গার্ডেনরিচের আফিফা নাসিন। ওই কিশোরীর রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Air India Flight : সহযাত্রীর আসনের পাশে মলত্যাগ! প্রস্রাবকাণ্ডের পর ফের বিমানে অভব্যতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest