Gujarat minister accidentally drinks liquor meant for tribal rituals

Gujarat: সরকারি অনুষ্ঠানে গুজরাটের মন্ত্রীর মদ্যপান, দিলেন আজব সাফাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এমনিতেই গুজরাট নাকি ড্ৰাই স্টেট। গান্ধীর রাজ্যে নাকি মদ চলে না। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। তা আর এক গুজরাট মডেল। এই গুজরাটে সরকারি অনুষ্ঠান চলাকালীন মদ্যপান করছেন মন্ত্রী। এমন এক ভিডিও ভাইরাল হতেই শুরু হয় জোর চর্চা। গুজরাটের কৃষি ও পশুপালন মন্ত্রী রাঘবজি প্যাটেলকে সরকারি অনুষ্ঠান চলাকালীন মদ্যপান করতে দেখা যায়।চূড়ান্ত অস্বস্তিতে ‘নীতিবাগীশ’, ‘দেশপ্রেমী’, ‘সংস্কারি’ শিবির।

বুধবার, নর্মদা জেলায় বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের আয়োজন করা হয়েছিল। সরকারি এই কর্মসূচিতে হাজির হন গুজরাটের মন্ত্রী রাঘবজি প্যাটেলও। অনুষ্ঠান চলাকালে তাকে দেশি মদ দেওয়া হয় যা তিনি পান করেন। আর এই ভিডিও’ই ভাইরাল হয়ে গিয়েছে। পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, পূজার এই প্রথা সম্পর্কে তিনি অবগত নন। চরণামৃত ভেবে মদ্য পান করেছেন তিনি।

বিজেপি আদিবাসীদের সম্পর্ক নানা কথা বললেও তাদের সংস্কৃতি পর্যন্ত তারা এখনো জানে না। মন্ত্রী বলেন এই মদ যে দেবতাকে উৎসর্গ করার জন্য সেটা তিনি জানতেন না। ক্ষুব্দ মন্ত্রী বলেন, “এটা আমাকে আগে বলা উচিত ছিল এবং তারপর তিনি পাতার কাপ মাটিতে ফেলে দেন।”

গুজরাটে মদ্যপান নিয়ে কড়া বিধি রয়েছে। সেখানে খোদ রাজ্যের মন্ত্রীর এহেন দৃশ্যে দেখা যেতেই গুজরাটের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। ভিডিওয় দেখা যাচ্ছে, মন্ত্রী যখন গলায় ওই পানীয় ঢালছেন, তখন বাকি নেতারা তাঁকে সাবধান করেন যে, ওই পানীয় পান করার নয় বরং অর্পণ করার জন্য দেওয়া হয়েছে। তখন রাঘবজি বলছেন, ‘আপনাদের এটা আগে বলা উচিত ছিল।’ এরপরই রাঘবজি বলেন, ‘ আমি আদিবাসী রীতি রেয়াজের সঙ্গে সেভাবে পরিচিত নই। এটা এখানে আমার প্রথম যাত্রা। আমাদের অনুষ্ঠানে আমাদের চরণামৃত দেওয়া হয়। যা আমরা পান করি। আমি ভেবেছি এই পানীয়ও সেরকমই। এটা আমার অজান্তেই হয়ে গিয়েছে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest