Haryana cow vigilantes kill migrant scrap dealer on suspicions that he ate beef

Haryana: গো মাংস খাওয়ার ‘অপরাধ’! বিজেপিশাসিত হরিয়ানায় পিটিয়ে ‘খুন’ বাংলার শ্রমিককে

গো মাংস খাওয়ার ‘অপরাধে’ বাংলার এক পরিযায়ী শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। মৃত তরুণের পরিবারের তরফে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার পুলিশের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সাবির মল্লিক (২৩)। দীর্ঘদিন ধরে তিনি হরিয়ানায় কাগজ কুড়ানির কাজ করতেন। থাকতেন বাড্ডা থানা এলাকায়। সেখানেই সাবিরকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ। খালের পাশ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের সঙ্গী সুজাউদ্দিন সর্দার পরিবারকে মৃত্যুর খবর দেয়। জানিয়েছেন, গোমাংস খাওয়ার অভিযোগ এনে সাবিরকে পিটিয়ে মারা হয়েছে।

হরিয়ানার এঘটনায় অনেকেই প্রায় এক দশক আগের উত্তরপ্রদেশের দাদরিতে আখলাক হত্যাকাণ্ডের ছায়া দেখছেন অনেকে। অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসেছে বাংলার পুলিশ। তবে এ ব্যাপারে হরিয়ানা পুলিশের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। এমনকী ময়নাতদন্তের রিপোর্টও মেলেনি। এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।  বিষয়টি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে বাসন্তী থানার পুলিশের তরফে হরিয়ানার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ঘটনার তদন্ত রাজ্য থেকে পুলিশের দল এদিনই হরিয়াা রওনা দিতে পারে।

সুজাউদ্দিন সর্দার জানিয়েছেন, “আমরা যেখানে থাকতাম, সেখানে গোমাংস খাওয়া বারণ ছিল। তাই আমরা কেউই খেতাম না।” তাঁর বিস্ফোরক অভিযোগ,”ওখানে অসমের কিছু শ্রমিক থাকে। ওরা গোমাংস খায়। তারাই সাবিরকে ফাঁসিয়েছে।”