"Here As Family Member": PM Modi's Outreach To Bohra Muslims

Bohra Muslims: পরিবারের সদস্য হিসাবে এসেছি, বোহরা মুসলিমদের নতুন শিক্ষা ক্যাম্পাস উদ্বোধনে মোদী আরও যা বললেন…

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দাউদি বোহরা মুসলিম সম্প্রদায়ের প্রধান শিক্ষা প্রতিষ্ঠান ‘অলজামিয়া-তুস-সাইফিয়াহ আরবি অ্যাকাডেমি’-র মুম্বই ক্যাম্পাসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী হিসাবে নয়, পরিবারের এক জন হিসাবে এখানে এসেছি।’’  উল্লেখ্য, মায়ানগরী মুম্বইতে বেশ প্রভাব রয়েছে এই বোহরা মুসলিম সম্প্রদায়ের মানুষের। সামনেই মুম্বইতে রয়েছে পুরসভা ভোট। তার আগে মোদীর এই অনুষ্ঠানে যোগদান রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ক্যাম্পাস পরিদর্শন করার সময়ই দাউদি বোহরা সম্প্রদায়ের প্রধান সৈয়দনা মুফাদ্দল সাইফুদ্দিনের হাত ধরে হাঁটতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এরপর বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “সৈয়দনা সাহেবের পরিবারের চার প্রজন্মকে আমি চিনি। আমি এখানে এসেছি পরিবারেই একজন হিসাবে, প্রধানমন্ত্রী হিসাবে নয়। এই শিক্ষা প্রতিষ্ঠানের কাজ শেষ করে আপনারা ১৫০ বছরের স্বপ্ন পূরণ করেছেন। দাউদি বোহরা সম্প্রদায় সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের পরিবর্তন এবং উন্নয়নের পরীক্ষাতেও সফল হয়েছেন।”

আরও পড়ুন: Valentine’s Day: প্রেমিকাকে নয়, ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে সেলফি তুলুন! বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সংস্থার

ভারতে বোহরা মুসলিমদের সম্মিলিত জনসংখ্যা ১০ থেকে ১২ লক্ষ। যা ভারতে মোট মুসলিম জনসংখ্যার ১০ শতাংশ। গুজরাত এবং মহারাষ্ট্রের মুম্বইয়ে এই সম্প্রদায়ের আর্থিক প্রগতি চোখে পড়ার মতো। অনেকেই মনে করেন, মুম্বইয়ের ধনী ব্যবসায়ীদের মধ্যে অন্যতম এই সম্প্রদায়ের প্রতিনিধিরাই। গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় থেকেই মোদীর সঙ্গে এই বোহরা মুসলিমদের সম্পর্ক অত্যন্ত মধুর। প্রধানমন্ত্রী হওয়ার পরে তা আরও পোক্ত হয়েছে। দেশের সবচেয়ে ধনী পুরসভা ‘বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন’ (বিএমসি)-এর ভোটের ঠিক আগে মোদীর এই সফরের রাজনৈতিক তাৎপর্য যে বিপুল, তা মানছেন অনেকেই।

দিন মুম্বই রুটে এই দুটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। এই নিয়ে একমাসের মধ্যে দ্বিতীয়বার মুম্বই এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে গত ১৯ জানুয়ারি মুম্বইয়ে এসে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দের পরিকাঠামো হেল্থকেয়ার প্রকল্পের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। যা পুরভোটের আগে বিশেষ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন: online medicine: দেশজুড়ে বন্ধ অনলাইনে ওষুধ বিক্রি, নির্দেশ কেন্দ্রের, চিন্তায় আম আদমি

 

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest