Holi Celebration: Spicejet grounds two of their pilots for celebrating holi with gujiya and beverages in flight cockpit

Holi Celebration: ককপিটে গুজিয়া খেয়ে ‘হোলি হ্যায়’ উল্লাস, ২ পাইলটকে সাসপেন্ড করল উড়ান সংস্থা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

৮ মার্চ হোলির দিন বুধবার নয়াদিল্লি থেকে গুয়াহাটির উদ্দেশে উড়ান দিয়েছিল স্পাইসজেটের একটি বিমান। বিমানের ককপিটে বসে গুজিয়া খেয়ে হোলি উৎসবের স্বাদ গ্রহণ করছিলেন দুই পাইলট। সঙ্গে ছিল পানীয়ের ব্যবস্থাও। ঘটনাটি বিমান সংস্থার আধিকারিকদের গোচরে আসায় দু’জন পাইলটকে বসিয়ে দেন তাঁরা।

উড়ানের নিয়ম অনুযায়ী, ককপিটে কোনও খাদ্য বা পানীয় নিয়ে ঢোকা নিষিদ্ধ। কারণ সামান্য অসাবধান হলেই যান্ত্রিক ত্রুটি ঘটতে পারে। সেক্ষেত্রে যাত্রী-সহ বিমানটি ভয়াবহ দুর্ঘটনার কবলেও পড়তে পারে। পাইলট হয়েও কী করে তাঁরা এত বড় ভুল করলেন, সেই প্রশ্ন উঠছে।  দুই পাইলট নিয়ম লঙ্ঘন করার ফলে বিমানটি কোনও বিপদের মুখে পড়তে পারত বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংস্থার উচ্চ আধিকারিকেরা।

আরও পড়ুন: Japanese Sexually Harassed: হোলিতে জাপানি মহিলাকে যৌন হেনস্থা দিল্লিতে, গ্রেপ্তার এক নাবালক-সহ ৩

স্পাইসজেটের এক মুখপাত্র জানিয়েছেন, ককপিটের মধ্যে যেকোনোও ধরনের খাদ্যদ্রব্য নিয়ে ঢোকা নিষিদ্ধ। বিমানের সকল কর্মচারীকেই এই নিয়ম মেনে চলতে হবে। আপাতত এই ঘটনা দুই পাইলট-সহ সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্ত শেষ হলে দু’জনের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করবে কর্তৃপক্ষ। আপাতত দৈনিক সময়সূচী থেকে বাদ দেওয়া হয়েছে অভিযুক্ত দুই পাইলটকে। তাঁদের কাছে জবাবদিহি চেয়েছে কর্তৃপক্ষ।

আধিকারিকদের তরফে জানানো হয়েছে যে, পাইলটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। স্পাইসজেট সংস্থার তরফে তদন্তও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Budget Session : সংসদে মুখে কালো কাপড় জড়িয়ে প্রতিবাদ তৃণমূলের! নিয়োগ দুর্নীতিতে পালটা আসরে বিজেপিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest