Honey Trap fear bites security forces: BSF, CRPF ask troops not to add friends, upload photos in uniform

Honey Trap: সোশ্যাল মিডিয়াতে প্রেম, যৌনতার ফাঁদ! আধা সেনাকে সতর্ক করল গোয়েন্দা বিভাগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অনলাইনে বন্ধুত্ব পাতিয়ে যৌনতার ফাঁদে ফেলার মতো ঘটনা বার বার প্রকাশ্যে আসায় এ বার কেন্দ্রীয় বাহিনীকে সতর্ক করল দেশের গোয়েন্দা সংস্থা। শুধু তাই-ই নয়, সমাজমাধ্যমে কোনও ছবি পোস্ট না করা, বন্ধুত্বের অনুরোধ, এমনকি কোনও রিলও না বানানোরও পরামর্শ দেওয়া হয়েছে সিআরপিএফ, আইটিবিপি, সিআইএসএফ, বিএসএফের সমস্ত কর্মীকে।

সাম্প্রতিক একাধিক ঘটনায় ‘যৌনতার ফাঁদ’ পেতে অনলাইনে বন্ধুত্ব পাতানো, ছবি এবং ভিডিও শেয়ার করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। দেশের নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের ঘটনায় গ্রেপ্তার হয়েছেন বেশ কিছু আধিকারিক। তাঁদের মধ্যে কেউ কেউ উচ্চপদস্থ। এই পরিস্থিতিতেই বিশেষ সতর্কবার্তা গোয়েন্দাদের। আধাসামরিক বাহিনীর পাশাপাশি পুলিশকর্মীদেরও সমাজমাধ্যম নিয়ে সতর্ক করা হয়েছে। যা অমান্য করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে কর্মীদের।

আরও পড়ুন: India-Bangladesh Love Story: বিয়ে করে পলাতক সৌরভকান্ত তিওয়ারি, সন্তান কোলে ভারতে বাংলাদেশি বউ

দিল্লি পুলিশের একটি সূত্রের খবর, পুলিশ কমিশনার সঞ্জয় অরোরা তাঁর বাহিনীর সমস্ত কর্মীকে এ বিষয়ে অবহিত করেছেন। সমাজমাধ্যমে কোনও উস্কানিমূলক, কোনও কুরুচিকর মন্তব্য না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই-ই নয়, যত ক্ষণ কাজ করবেন তত ক্ষণ কোনও সমাজমাধ্যম ব্যাবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়াও কোনও সংবেদনশীল ছবি পোস্ট না করতে নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের অন্যান্য আধাসামরিক বাহিনীকেও এই সতর্কবার্তা পাঠানো হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় কর্মরত নিরাপত্তাবাহিনীকে কোনও রিল বা ছবি না করার নির্দেশ দেওয়া হয়েছে। উর্দি পরে কোনও ছবিও যেন সমাজমাধ্যমে পোস্ট না করা হয়, সেই পরামর্শও দিচ্ছেন গোয়েন্দারা।

আরও পড়ুন: Muzaffarnagar : ‘মুসলিম সহপাঠীকে পেটাও’, ভরা ক্লাসরুমে পড়ুয়াদের নির্দেশ উত্তরপ্রদেশের শিক্ষিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest