I conduct surprise inspections of development work across the country with the help of drone, says pm modi

ড্রোন উড়িয়ে সরকারি কাজের খবর রাখি! ড্রোন মহোত্সবে যোগ দিয়ে দাবি করলেন প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কোথাও কেউ কাঁজে ফাঁকি দিচ্ছেন কি না, ড্রোন উড়িয়ে সব চুপিচুপি নজর রাখেন তিনি। শুক্রবার নয়াদিল্লিতে ভারত ড্রোন মহোৎসবে নিজের কথা ‘ফাঁস’ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে বুঝিয়েও দিতে চাইলেন, ফাঁকিবাজি তাঁর না-পসন্দ। কেউ ফাঁকি মারলেই তিনি ‘ডিজিটাল চোখে’ তা নজরবন্দি করবেন। দিল্লিতে ২ দিন ব্যাপী ভারত ড্রোন মহোত্সবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে ড্রোনের গুরুত্ব ব্যাখ্যা করতে গিয়ে এমনটা বললেন নরেন্দ্র মোদী।

তিনি বলেন, সরকারি কাজের মান দেখা গুরুত্বপূর্ণ। যাচাই প্রয়োজন। কিন্তু আমি যে যাব, সেটা আগে থেকে বলে দেওয়া যাবে না। সেটা জেনে গেলে তো সব ঠিক হয়েই যাবে। এরপর প্রধানমন্ত্রী বলেন, আমি ড্রোন পাঠিয়ে দিই। সে-ই সব খবর নিয়ে চলে আসে। আর ওঁরা জানতেও পারেন না যে আমি সব খবর নিয়ে নিয়েছি। তাঁর কথায় হাততালি দিতে দেখা যায় উপস্থিত সকলকে। প্রধানমন্ত্রীর উক্তির ভিডিয়ো শেয়ার করেছে সংবাদসংস্থা এএনআই। দেখুন সেই ভিডিয়ো:

আরও পড়ুন: Madhya Pradesh: মুসলিম ভেবে ৬৫ বছরের বৃদ্ধকে মার, প্রাণ গেল ভবরলাল জৈনের

মোদী আরও বলেন, “বিপর্যয় মোকাবিলা, কৃষিক্ষেত্র, নজরদারি চালানো, এমনকি পর্যটনের ক্ষেত্রেও আগামী দিনে ড্রোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জনসেবামূলক কাজে একটা বিপ্লব আনবে ড্রোন।” কোথায় কী কাজ হচ্ছে তার একটা নজরাদারি চালাতে ড্রোনে তোলা ছবিই যথেষ্ট এবং ভরসাযোগ্য বলেই মনে করেন মোদী। দেশের উন্নয়নমূলক কাজে নজরদারি চালাতে ড্রোন আগামী দিনে বিশাল ভূমিকা পালন করবে বলে মত তাঁর।

ভারতকে ড্রোন প্রযুক্তির হাব হিসাবে গড়ে তোলার জন্য প্রস্তুতকারক সংস্থাগুলিকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “দেশে ড্রোনের ব্যবহারের অতিরিক্ত নিয়মগুলি ঝেড়ে ফেলা হয়েছে। আরও সরলীকরণ করা হয়েছে ড্রোন ব্যবহারের নিয়ম। পুলিশ, ট্রাফিক, প্রত্যন্ত অঞ্চলে ড্রোনের গুরুত্ব অসীম।”

আরও পড়ুন: কুকুরের হাঁটার জন্য স্টেডিয়াম ফাঁকা করার ‘শাস্তি’ পেল IAS দম্পতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest