'I want presidential rule in Bengal', Rupa cried in Rajya Sabha

‘রাষ্ট্রপতি শাসন চাই’, ‘আবদার’ জানিয়ে রাজ্যসভায় কেঁদে ভাসালেন রূপা,কটাক্ষ তৃণমূলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জিরো আওয়ারে রাজ্যসভার অধিবেশন শুরু হতেই বগটুই নিয়ে সংসদ উত্তাল করে বিজেপি। আট জনকে পুড়িয়ে খুনের ঘটনায় রাজ্য প্রশাসনকে তীব্র আক্রমণ করেন  বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly on Rampurhat Violence)। তাঁর দাবি, “মানুষ মারা যাচ্ছে, মানুষ পালিয়ে যাচ্ছে। আমরা চাই পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হোক। এ রাজ্য আর মানুষের বাসযোগ্য নয়।” তিনি আরও বলেন, “আমাদের মন পাথরের নয়। কিন্তু এই নির্বিচারে গণহত্যা আমাদের মনকে কাঁদিয়ে তুলছে। রাষ্ট্রপতি শাসন জারি না হলে বাংলায় আরও গণহত্যা হবে।”

বগটুই গণহত্যা কাণ্ডে শুক্রবারই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালতের তত্ত্বাবধানেই তদন্ত করবে সিবিআই। আজ থেকে সিট আর তদন্ত করতে পারবে না। আগামী ৭ এপ্রিলের মধ্যে তদন্তের পূর্ণাঙ্গ স্টেটাস রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সেই মতো এদিনই বগটুইয়ের মানুষ-পোড়া গ্রামে পৌঁছে যায় সিবিআই নেতৃত্বাধীন কেন্দ্রীয় ফরেনসিক দল।

বগটুই কাণ্ডে আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বলেন, “মহামান্য আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। বিচারব্যবস্থা রাজ্য পুলিশের প্রতি কোনও আস্থা রাখে না, এই সিদ্ধান্ত আরও একবার সেটাই প্রমাণ করে দিল।”

রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এদিন বলেন, ”বিজেপির দুই ভাই সিবিআই আর ইডি। শুধু বাংলার বেলাতেই কেন সিবিআই তদন্ত? হাথরস, উন্নাও, লখিমপুরে হয় না। বিজেপি-র মহিলা সাংসদরা যখন বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি তুলছেন, তখন বিধানসভায় এদিন পালটা আক্রমণ শানান রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, ”সাংবিধানিক সংকট তৈরির জন্য উদগ্রীব বিজেপি। মুখ্যমন্ত্রী উন্নয়নের মাধ্যমে বাংলার চেহারা পাল্টে দিয়েছেন, আর বিজেপি সংকট তৈরির জন্য এহেন দাবি তুলছে।”

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest