IAF READY TO AIRLIFT STRANDED INDIANS FROM UKRAINE SAYS MEA SECRETARY

Russia-Ukraine Crisis: ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের এয়ারলিফ্ট করার তোড়জোড় শুরু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের এয়ারলিফ্ট করতে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা (IAF ready to airlift stranded Indians from Ukraine) ৷ তাও বাণিজ্যিক বিমানের মাধ্যমে ৷ এমনটাই জানালেন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিঙ্গলা ৷ তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে রাশিয়া এবং ইউক্রেন দুই দেশের সঙ্গেই যোগাযোগ রেখেছে ভারত ৷

বিদেশ সচিব শ্রিঙ্গলা জানান, ‘‘প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে বিদেশ মন্ত্রক যোগাযোগ রাখছে ৷ এয়ারলিফ্ট করার প্রয়োজনী ব্যবস্থা করার কথা আমরা তাদের জানিয়েছি (Airlift for Stranded Indians in Ukraine) ৷ আর সেক্ষেত্রে ভারতীয় বায়ুসেনা বাণিজ্যিক বিমান নিয়ে যেতে পারে (IAF Can Use Commercial Air Craft for Rescue Operation) ৷ সবরকম বিকল্প আমরা প্রস্তুত রাখছি ৷’’ তিনি আরও বলেন, ভারতের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল ভারতীয় নাগরিকদের সুরক্ষা, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং তাঁদের উদ্ধার করা ৷

বিদেশ সচিব জানিয়েছেন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর পোলিশ, রোমানিয়ান, হাঙ্গেরিয়ান এবং স্লোভাকিয়ান সরকারের বিদেশমন্ত্রীদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন ৷ তাঁদের কাছে ইউক্রেন সংলগ্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে ক্যাম্প তৈরি করার অনুরোধ করেছেন ৷ যাতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে সুবিধা হয় ৷ বিদেশ সচিব আরও জানিয়েছেন, দুবাই এবং ইস্তানবুল থেকে বিমানের বিকল্প রয়েছে ৷ এছাড়াও ইউক্রেনে ভারতীয় দূতাবাস অনবরত তাঁদের কাজ চালিয়ে যাচ্ছে৷

এর আগে ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেশী দেশ সংলগ্ন ইউক্রেন সীমান্তের চেকপোস্টগুলিতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ভারতীয় দূতাবাস প্রতিবেশী দেশগুলির দূতাবাস আধিকারীকদের সঙ্গে উদ্ধারকার্যের বিষয়ে আলোচনা চালাচ্ছে ৷ কিন্তু আতঙ্কে আগাম না জানিয়ে এত সংখ্যক ভারতীয় দেশে ফেরার তাগিদে চেকপোস্টগুলিতে পৌঁছচ্ছেন যে সমস্যা হচ্ছে ৷

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest