Imphal Airport on high alert after unidentified object spotted

Imphal: আকাশে অজানা উড়ন্ত বস্তু! তীব্র আতঙ্কে বন্ধ ইম্ফল বিমানবন্দর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রবিবাসরীয় বিকেলে যখন ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে মজে গোটা দেশ, ঠিক তখনই আতঙ্ক ছড়াল ইম্ফলে। সেখানকার আকাশে নাকি উড়ে বেড়াচ্ছে এক অজানা বস্তু। সেটি যে কী, তা বোঝাই যাচ্ছে না। সেই আতঙ্কেই ব্যাহত বিমান চলাচল। ইম্ফলের দিকে আসা ২টি বিমানকে কলকাতার দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আরও ৩টি উড়ান দেরিতে চলবে বলে জানানো হয়েছে। সেগুলি অন্তত ৩ ঘণ্টা টার্ম্যাকেই বসে ছিল বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার (১৯ নভেম্বর) বিকেলে একটি অজ্ঞাত পরিচয় ড্রোন দেখতে পায় বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এরপরই ইম্ফল বিমানবন্দর এবং তার আশেপাশের অঞ্চলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে, বন্ধ হয়ে গিয়েছে বিমান পরিষেবা। বিমানবন্দরে আটকা পড়েছেন বহু যাত্রী।

ওই অজ্ঞাত পরিচয় ড্রোন থেকে নিরাপত্তাগত কোনও হুমকির সম্ভাবনা আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এই উদ্বেগজনক পরিস্থিতির পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরই ফের উড়ান পরিষেবা চালু হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর নিরাপদ বলে ঘোষণা না করা পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হয়।

তবে আপাতত বিমান চলাচলে ছাড়পত্র দেওয়া হয়েছে। সন্ধ্যা ৬.১৫ মিনিটের পর থেকে একে এক করে উড়ান রওনা হতে শুরু করেছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest