Site icon The News Nest

করোনায় মৃত্যু হলে রাজ্য দেবে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

SupremeCourt

করোনা আক্রান্ত হয়ে যাদের মৃত্যু হয়েছে, এবং আগামী সময় যাদের মৃত্যু হবে, তাঁদের পরিবারবর্গকে ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে সেই ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। করোনা সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন বুধবার শীর্ষ আদালতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

এতদিনে যত মৃত্যু হয়েছে, সবার পরিবারকে সেই ক্ষতিপূরণ দিতে হবে। এবং আগামী দিনে যে মৃত্যু হবে, তাঁদের পরিবারও ক্ষতিপূরণের ৫০ হাজার টাকা পাবে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর থেকে সেই টাকা দেওয়া হবে স্বজনহারাদের পরিবারবর্গকে। আদালতে একথা বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। জেলা প্রশাসনের মাধ্য়মে ক্ষতিপূরণের টাকা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

বিস্তারিত আসছে…

 

Exit mobile version