In Uttar Pradesh, Viral Video shows Police beating Women Protesters

Hijab Row: হিজাব পরা মহিলাকে লাঠি দিয়ে পুলিসের মার, যোগীরাজ্যের ভিডিয়ো ভাইরাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হিজাব পরা মুসলিম মহিলাদের অধিকার৷ বিচার চেয়ে তাই গাজিয়াবাদে রাস্তায় নেমেছিলেন মুসলিম মহিলারা৷ বিনিময়ে জুটল পুলিসের মার৷ লাঠি উঁচিয়ে এক পুলিসকর্মী তেড়ে যান তাঁদের দিকে৷ এমনকী এক মুসলিম মহিলাকে লাঠি দিয়ে মারতেও দেখা যায়৷ তিনদিন আগের ঘটনার সেই ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, পুলিশকর্মীরা শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করা হচ্ছে। সেখানেই একজন বোরখা পরিহিত মহিলা এক কন্সটেবলকে বাধা দেওয়ার চেষ্টা করেন। এরপরই ওই পুলিশকর্মী বুরখা পরিহিত বিক্ষোভকারী মহিলাকে লাঠিপেটা করেন।

আরও পড়ুন: PM Narendra Modi: সন্ত রবিদাস জয়ন্তীতে ঝুমঝুমি বাজিয়ে কীর্তন মোদীর, দেখুন ভিডিও

এই ঘটনায় পুলিসের আচরণের নিন্দা করছেন নেটিজেনরা৷ যদিও গাজিয়াবাদ পুলিসের দাবি, প্রথমে মহিলারাই পুলিসের উপর চড়াও হয়৷ তার উপর ওই বিক্ষোভ প্রদর্শনের জন্য তাদের কাছে অনুমতিও ছিল না৷  পুলিসের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারি গাজিয়াবাদের শনি বাজার রোডে ১৪-১৫ জন মহিলা সরকার বিরোধী পোস্টার নিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করছে বলে তাদের কাছে খবর আসে৷ ঘটনাস্থলে পৌঁছে জিজ্ঞাসাবাদ করে পুলিস জানতে পারে অনুমতি ছাড়াই তাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন৷ তাই পুলিস বিক্ষোভকারীদের চলে যেতে বলে৷ রাজি না হওয়ায় শান্তিপূর্ণভাবে তাঁদের সেখান থেকে সরানোর চেষ্টা করা হয়৷

পুলিসের  অভিযোগ, বিক্ষোভকারী মহিলারা এক মহিলা কনস্টেবলের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ গালিগালাজ করার অভিযোগও ওঠে৷ এমনকি মহিলাদের সঙ্গে থাকা পুরুষরা ওই কনস্টেবলকে হুমকি দেয়৷ এই ঘটনায় বিনা অনুমতিতে বিক্ষোভ প্রদর্শন, সরকারি কাজে বাধা দান এবং পুলিসকে মারধর করার অভিযোগে থানায় এফআইআর দায়ের করা হয়েছে৷

আরও পড়ুন: Man marries 14 women : ১৪টি বিয়ে করে পুলিশের জালে ওড়িশার জাল ডাক্তার!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest