Site icon The News Nest

International Flights: ৩০ জুন পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক বিমান পরিষেবা, নয়া নির্দেশিকা কেন্দ্রের

indian flight

৩০ জুন পর্যন্ত আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্র। শুক্রবার এক নির্দেশিকা জারি করে এমনটাই জানিয়েছে ডায়রেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ)।

আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ৩১ মে। কিন্তু দেশে কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখেই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আন্তর্জাতিক পণ্যবাহী বিমান পরিষেবা এবং ডিজিসিএ অনুমোদিত বিশেষ বিমান পরিষেবা চালু থাকবে বলে ওই নির্দেশিকায় জানানো হয়েছে।

আরও পড়ুন : সংক্রমণ নিয়ন্ত্রণে, সোমবার থেকে দিল্লিতে শুরু ‘আনলক-পর্ব’, ঘোষণা কেজরীবালের

দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর গত ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক উড়ান বন্ধ। তবে ‘বন্দে ভারত মিশন’-এর অধীনে বিশেষ আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু রয়েছে ২০২০-র মে থেকে।

আরও পড়ুন : সুশান্ত মৃত্যু মামলায় নয়া মোড়, এনসিবির হাতে গ্রেফতার বন্ধু সিদ্ধার্থ পিঠানি

Exit mobile version