Site icon The News Nest

Afghanistan Crisis: আফগানিস্তানে বসবাসকারী হিন্দু ও শিখদের আশ্রয় দেবে ভারত, ঘোষণা বিদেশমন্ত্রকের

afgan shikh

আফগানিস্তানে (Afghanistan) আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই অগ্রাধিকার। তবে, আফগান শিখ এবং হিন্দুদের উদ্ধার করতেও সাহায্য করবে ভারত (India)। তালিবানরা আফগানিস্তানের দখল নেওয়ার ২৪ ঘণ্টারও বেশি সময় পর বিবৃতি দিয়ে এমনটাই জানাল বিদেশমন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এই বিবৃতি জারি করে জানিয়েছেন, যাত্রী বিমান পরিষেবা শুরু হলেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আসতে সাহায্য করা হবে।

বিবৃতিতে বাগচি জানিয়েছেন, “আফগানিস্তানের পরিস্থিতির দিকে লাগাতার উচ্চ পর্যায়ের নজর রাখা হচ্ছে। ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভারত সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।” শুধু তাই নয়, ভারত সরকার যে সবসময় আফগান শিখ এবং হিন্দুদের সঙ্গে যোগাযোগ রাখছে সেটাও জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর স্পষ্ট কথা, এঁদের মধ্যে যারা যারা দেশ ছাড়তে চান, তাঁদের ভারতে আসতে সাহায্য করবে সরকার। ইতিমধ্যেই সেই উদ্দেশে পদক্ষেপও করে ফেলেছে সরকার। যে সমস্ত আফগান নাগরিকরা ভারতে আসতে চান, তাঁদের জন্য দ্রুত নতুন ই-ভিসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে বিদেশমন্ত্রক জানিয়েছে, ভারতীয় বায়ুসেনার C-17 যুদ্ধবিমান ১২০ জন ভারতীয় দূতাবাসের কর্মীকে নিয়ে কাবুল থেকে উড়ে গিয়েছে। আপাতত কাবুলে ভারতীয় দূতাবাস জনশূন্য।
আরও পড়ুন : IND vs ENG : সিরাজ ঝড়ে উড়ে গেল ইংল্যান্ড, দ্বিতীয় টেস্টে অনবদ্য জয় ভারতের
তালিবান (Taliban) শাসিত আফগানিস্তানের ক্ষেত্রে ভারতের অবস্থান গ্রহণ যে অত্যন্ত কঠিন সেবিষয়ে কোনও সন্দেহ নেই। এর আগের সরকারের সঙ্গে ভারতের অত্যন্ত সুসম্পর্ক ছিল। বর্তমান তালিবান শাসনকে ভারত সরকার কী ভাবে দেখবে তা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ঠিক হলেও, তালিবানের সঙ্গে ‘ব্যাকচ্যানেল’ আলোচনার রাস্তা খোলা রাখার প্রক্রিয়া আগে থেকেই শুরু করে দেওয়া হয়েছিল বলেই বিদেশ মন্ত্রক সূত্রের খবর। বিগত কয়েক মাস ধরেই দোহাতে ভারতীয় কূটনৈতিক মহল থেকে তালিবানের সঙ্গে অল্প বিস্তর কথাবার্তাও ছিল বলেই শোনা গিয়েছে। অতীতে কান্দাহার বিমান ছিনতাইয়ের ঘটনার সময়ে ভারত সরকার কোন ভাবেই তালিবানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে আর না হয় সেদিকে নজর রেখেই বিদেশ মন্ত্রক আগে থেকেই ‘ব্যাকচ্যানেল’ তৈরি চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুন :   Calcutta University: দেশে দ্বিতীয় সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়! শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, প্রথম হল কে?
Exit mobile version