Indian envoy to Palestine Mukul Arya found dead inside embassy

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যের রহস্যমৃত্যু নিয়ে জোর চর্চা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফিলিস্তিনে ভারতীয় রাষ্ট্রদূত মুকুল আর্যর মৃতদেহ উদ্ধার হয়েছে। দূতাবাসের মধ্যেই ওনার মরদেহ উদ্ধার হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর মুকুল আর্যর মৃত্যুতে ট্যুইট করে শোকবার্তা দিয়েছেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্যালেস্তাইনের রমল্লায় ভারতের রাজদূত মুকুল আর্যকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কী কারণে ওনার মৃত্যু হয়েছে, তা এখনও জানা যায়নি। এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে।

রোববার ভারতীয় দূতাবাসের ভেতরে মুকুল আর্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি ফিলিস্তিনের রামাল্লা শহরে ভারতীয় দূতাবাসে নিযুক্ত ছিলেন। মুকুল আর্যের মৃত্যুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর গভীর শোক প্রকাশ করেছেন। এক টুইটে তিনি লিখেছেন, ‘রামাল্লায় ভারতের প্রতিনিধি মুকুল আর্যের মৃত্যুর খবরে গভীরভাবে শোকাহত।’

জয়শঙ্কর মুকুল আর্যকে একজন মেধাবী কর্মকর্তা হিসেবে বর্ণনা করে লেখেন, ‘তিনি একজন কৃতি ও মেধাবী কর্মকর্তা ছিলেন। ভবিষ্যতে তাঁর জন্য অনেক কিছু অপেক্ষা করছিল। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা। ওঁম শান্তি।’

পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘এ বেদনাদায়ক খবরটি আসার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মুহাম্মাদ শতায়েহ নির্দেশ দেন যাতে স্বাস্থ্য ও ফরেনসিক মেডিসিন মন্ত্রণালয়, পুলিশ ও সরকারি কর্তৃপক্ষ অবিলম্বে এ ঘটনা খতিয়ে দেখে আর্যের মৃত্যুর কারণ জানতে পারে। ভারতীয় রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনার ওপর তীক্ষ্ণ নজর রাখা হয়েছে। এ ধরনের কঠিন ও জরুরি পরিস্থিতিতে যা যা করা প্রয়োজন, তা করতে সব পক্ষ সম্পূর্ণ প্রস্তুত।’ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে, তারা মুকুল আর্যের লাশ ভারতে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest