Indian Railways reverts to earlier platform ticket prices

Platform Ticket Price : প্ল্যাটফর্ম টিকিটের দাম কমে ফের দশ টাকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে পুরনো ছন্দে ফিরতে চলেছে প্ল্যাটফর্ম টিকিট। করোনাভাইরাস পরিস্থিতির সময় প্ল্যাটফর্ম টিকিটের যে দাম বাড়ানো হয়েছিল, তা কমানোর পথে হাঁটল ভারতীয় রেল। অর্থাৎ প্রাক-করোনাভাইরাস সময়ের মতো ১০ টাকায় মিলবে প্ল্যাটফর্ম টিকিট।

এবার সেই দাম কমিয়ে ১০ টাকা করল ভারতীয় রেল (Indian Railways reduces Platform Ticket Price ) ৷ কোভিড পরিস্থিতির আগে প্ল্যাটফর্ম টিকিট কাটতে এই দামই দিতে হত জনসাধারণকে ৷ বৃহস্পতিবার থেকে ‘মুম্বই মেট্রোপলিটন রিজিয়ন’-এ (Mumbai Metropolitan Region) প্ল্যাটফর্মের টিকিটের দাম ৫০ টাকা থেকে ১০ টাকা করেছে ভারতীয় রেল (Indian Railway) ৷ ছত্রপতি শিবাজি মহারাজ টারমিনাস (Chhatrapati Shivaji Maharaj Terminus, CSMT), দাদর (Dadar), লোকমান্য তিলক টারমিনাস (Lokmanya Tilak Terminus), থানে (Thane), কল্যাণ (Kalyan), পানভেল (Panvel) রেল স্টেশনগুলি এমএমআর-এর অন্তর্ভুক্ত ৷

মুম্বইয়ে এই পদক্ষেপের পর দেশজুড়ে সব স্টেশনগুলোর জন্য একই দাম ধার্য করেছে কেন্দ্রীয় রেল ৷ এখন দেশে কোভিড পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে ৷ তাই ভারতীয় রেল প্ল্যাটফর্ম টিকিটের দাম কমানো, ট্রেনে রান্না করা খাবার সরবরাহ শুরু করার কথা জানিয়েছে ৷

এমনিতে চলতি মাসের গোড়ার দিকে ভারতীয় রেলের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, পুরনো ফর্মে ফিরতে চলেছে রেল পরিষেবা। যাত্রী পরিষেবা স্বাভাবিক করতে এবং ধাপে ধাপে প্রাক-করোনাভাইরাস পর্যায়ে ফিরে যেতে সাতদিন রাতের ফাঁকা সময় ছ’ঘণ্টার জন্য ‘প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম’ বন্ধ রাখা হয়েছিল। তবে কবে থেকে পুরনো ফর্মে ফিরবে ট্রেনগুলি, তা নির্দিষ্টভাবে এখনও জানানো হয়নি। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, ‘আঞ্চলিক রেলওয়েগুলিকে (জোনাল রেলওয়ে) জানিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। এখন থেকেই সেই নির্দেশ কার্যকর করতে বলা হলেও সেই প্রক্রিয়া চালু হতে এক থেকে দু’দিন লাগবে।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest