Indians left leaders have taken part in Chinese communist party's centenary event,BJP slams

জিনপিংয়ের সভায় ইয়েচুরিরা, বামেদের দেউলিয়াপনা ফাঁসের ডাক BJP-র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শতবর্ষে পা দিয়েছে চিনা কমিউনিস্ট পার্টি। সেই উপলক্ষে দিল্লিতে অবস্থিত চিনা দূতাবাস একটি ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করেছিল। সেখানে বক্তব্য পেশ করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেই সভায় আমন্ত্রিত ছিলেন দেশের বেশ কয়েকজন বাম নেতা। সেই বৈঠকে যোগ দিয়ে এবার বিজেপির প্রশ্নবাণে বিদ্ধ হলেন সীতারাম ইয়েচুরি, ডি রাজার মতো বাম নেতারা। যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে বাম নেতাদের দাবি, রাজনৈতিক আদর্শের মিল থাকায় এই বৈঠকে যোগ দিয়েছিলেন তাঁরা।

এই বিষয়ে পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, ‘দেশের বাম নেতারা তো প্রথম থেকেই চিনকে সমর্থন করে এসেছেন। তাঁরা সিসিপি-র চেয়ারম্যানকে নিজেদের চেয়ারম্যান মনে করেন। চিনের উপর ভরসা থাকলেও তাঁদের ভারতের উপর ভরসা নেই।’ এদিকে চিনা অনুষ্ঠানে ভারতীয় রাজনীতিবিদদের যোগদানকে কটাক্ষ করে বিজেপি সাংসদ অমিল জৈন বলেন, ‘বাম নেতারা প্রথমে ঠিক করুক তাঁরা কাদের সমর্থন করেন, ভারত না চিনকে। এভাবে এই অনুষ্ঠানে যোগ দেওয়া বিশ্বাসঘাতকতার পরিচয়। চিনা কমিউনিস্ট পার্টির বৈঠকে অংশ নেওয়া কখনও জাতির স্বার্থে হতে পারে না। এতে জনগণের কোনও লাভ হবে না। তাঁদের এই দেউলিয়াপনা এবার ফাঁস করা উচিত।’

আরও পড়ুন : ‘চব্বিশে পরিবর্তন আসবেই’ – আশাবাদী জাভেদ-শাবানা, ‘খেলা হবে’ নিয়ে গান লিখতে অনুরোধ মমতার

চিনা কমিউনিস্ট পার্টির শতবর্ষ উপলক্ষে বিভিন্ন দেশের ১৬০টি রাজনৈতিক দলের নেতৃত্বকে ভার্চুয়াল আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয়েছে। সেরকমই সভা হয় ভারতে। তাতে যোগ দিয়েছিলেন সিপিএম-এর সীতারাম ইয়েচুরি, সিপিআই-এর ডি রাজা, লোকসভা সাংসদ এস সেন্থিলকুমার, অল ইন্ডিয়া ফরোয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জি দেবরাজন। এই প্রেক্ষিতে সীতারাম ইয়েচুরির সাফাই, ‘সীমান্ত বিবাদ নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গেই আছি। এই অনুষ্ঠানে যোগ দেওয়া ভারত-চিন সম্পর্কের সঙ্গে যুক্ত নয়।’ এদিকে এই অনুষ্ঠানে অবশ্য গালওয়ান সংঘর্ষ নিয়ে কথা বলেন চিনা রাষ্ট্রদূত সান ওয়েইডং। সেখানে বেজিংয়েরই দাবি ফের একবার তুলে ধরা হয় যেখানে চিনের তরফে দাবি করা হয়েছে চিনা সেনার এই ঘটনায় দোষ নেই। সেই প্রসঙ্গে কোনও বক্তব্য রাখেননি বাম নেতারা।

আরও পড়ুন : কুন্দ্রা কাণ্ডের ছায়া নিউটাউনে! পর্নোগ্রাফি তৈরির অভিযোগে ধৃত নায়িকা নন্দিতা এবং সঙ্গী মৈনাক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest