'Invalid Names, Unrealistic DOBs': CAG Flags Discrepancies In Ayushman Bharat Database

Ayushman Bharat: ৭.৫ লাখ সুবিধাভোগীর ফোন নম্বর – ‘৯৯৯৯৯৯৯৯৯৯’! ‘আয়ুষ্মান ভারতে’ বিরাট গরমিল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আয়ুষ্মান ভারতের গায়ে লাগল দুর্নীতির দাগ। সম্প্রতি ক্যাগের একটি রিপোর্ট পেশ হয়েছিল সংসদে। আর তা নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে তোপ দেগেছেন হায়দরাবাদের সাংসদ তথা এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। জানা গিয়েছে, বহু ভুয়ো রেজিস্ট্রেশন হয়েছে এই প্রকল্পে।একটাই মোবাইলে নম্বরে নথিভু্ক্ত প্রায় সাড়ে ৭ লক্ষ অ্যাকাউন্ট! কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন মৃতেরাও! কীভাবে? CAG রিপোর্টে এবার বড়সড় গরমিল প্রকাশ্যে এল আয়ুষ্মান ভারত প্রকল্পে।

এক সোশ্যাল মিডিয়া বার্তায় আসাদউদ্দিন ওয়াইসি লেখেন, ‘মোদীর স্লোগান হল – এক জাতি, এক ধর্ম, এক সংস্কৃতি, এক ভাষা… এবং এক ফোন নম্বর।’ উল্লেখ্য, অভিযোগ উঠেছে, আয়ুষ্মান ভারতের ৭.৫ লাখ সুবিধাভোগীর একটাই ফোন নম্বর – ‘৯৯৯৯৯৯৯৯৯৯’। সেই সংক্রান্ত একটি সংবাদমাধ্যম রিপোর্টের স্ক্রিনশট পোস্ট করেন ওয়াইসি।

ক্যাগের অডিট থেকে জানা গিয়েছে, মোদীর সাধের জনস্বাস্থ্য প্রকল্পের ডেটাবেস বেশ কিছু অসঙ্গতি রয়েছে। যার কারণে অযোগ্য সুবিধাভোগীদের জন্য কোটি কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের। অপর্যাপ্ত যাচাই প্রক্রিয়া এবং নিয়ন্ত্রণের কারণেই এই ঘটনা ঘটেছে বলে রিপোর্টে মত প্রকাশ করেছেন ভারতের কম্পট্রোলার এবং অডিটর জেনারেল।

অডিটে দেখা গিয়েছে, একই আধার কার্ড ব্যবহার করে বহু রেজিস্ট্রেশন করা হয়েছে। আবার বহু ক্ষেত্রে সুবিধাভোগীর নামে গলদ রয়েছে, ভুলভাল জন্মতারিখ দেওয়া হয়েছে, পরিবার সদস্য সংখ্যা নিয়ে ভুল তথ্য গেওয়া হয়েছে। মঙ্গলবার সংসদে এই অডিট সংক্রান্ত রিপোর্ট পেশ করা হয়। অডিট রিপোর্টে বহু এমন কারচুপি এবং গলদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। যাচাই প্রক্রিয়ার অভাবেই এমনটা হচ্ছে বলে জানানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest