Site icon The News Nest

Israeli-Palestinian Conflict: গাজায় মৃত্যুমিছিল রুখতে ‘গ্লোবাল সাউথ’ বৈঠকে আবেদন মোদীর

modi 3

ইজরায়েল (Israel)-হামাস (Hamas) দ্বন্দ্বে ফের সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। যুদ্ধ পরিস্থিতিতে হাজার হাজার সাধারণ মানুষের প্রাণহানির তীব্র নিন্দা করলেন। হিংসা থামিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর কথাও শোনা গিয়েছে প্রধানমন্ত্রীর মুখে। রক্তক্ষয়ী সংঘর্ষের সময়ে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে, সেই বার্তাও দেন তিনি।

শুক্রবার দ্বিতীয় ‘ভার্চুয়াল ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট’-এর বক্তৃতায় মোদী বলেন, ‘‘হামাস এবং ইজ়রায়েলি সেনার সংঘর্ষে সাধারণ নাগরিকদের মৃত্যু কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। ভারত এর তীব্র নিন্দা করছে।’’ বর্তমান পরিস্থিতি পশ্চিম এশিয়ার উন্নয়নের পথে অন্তরায় হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের প্রেসিডেন্টের সঙ্গেও কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার পরেই বিশাল পরিমাণ ত্রাণ পাঠানো হয় প্যালেস্টাইনে। সেই প্রসঙ্গও উঠে আসে মোদির বক্তৃতায়। প্রধানমন্ত্রীর মতে, গোটা বিশ্বে সংঘাতের আবহে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হতে হবে। একত্রিত হয়ে গোটা বিশ্বের উন্নতির চেষ্টা করতে হবে। প্রসঙ্গত, ভারত মহাসাগরীয় এলাকায় অবস্থিত দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে উদ্যোগী নয়াদিল্লি। এহেন পরিস্থিতিতে হানাহানির মধ্যে গ্লোবাল সাউথের দেশগুলোকে একজোট হওয়ার বার্তা মোদির।

চলতি মাসের গোড়ায় প্যালেস্টাইন পরিস্থিতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছিলেন মোদী। সে সময় গাজার সাধারণ প্যালেস্টাইনিদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী বলেন, ‘‘সাধারণ মানুষের মৃত্যু রুখতে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ ভাবে আওয়াজ তুলতে হবে।’’

Exit mobile version