Site icon The News Nest

দিল্লিতে অমিত শাহের বাসভবনে হাজির জগদীপ ধনকড়

dhankar amit sah

মঙ্গলবার বিকেলের ফ্লাইটে দিল্লি গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। কিন্তু বৃহস্পতিবার দুপুর পর্যন্ত নরেন্দ্র মোদী বা অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়নি। অবশেষে রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রীর দুয়ারে পৌঁছলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।

আরও পড়ুন : বড় স্বস্তি মধ্যবিত্তের! অবশেষে দাম কমল সরষের তেল-সহ বিভিন্ন ভোজ্য তেলের

বাংলায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই। এদিনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি দু’বার দিল্লিতে চিঠি লিখেছেন যাতে জগদীপ ধনকড়কে এ রাজ্য থেকে সরিয়ে দেওয়া হয়। রাজনৈতিক মহলের খবর, ধনকড়কে সরানো এখন শুধু তৃণমূলের দাবি নয়, রাজ্য বিজেপির একাংশও চাইছে তিনি বিদায় নিন। তাঁর অতিসক্রিয়তায় আদতে দলের মুখ পুড়ছে বলে মনে করছে ওই অংশ। রাজ্য পার্টির গোষ্ঠীদ্বন্দ্বেও ঢুকে পড়েছে ধনকড়ের ভূমিকা।

ধনকড়় দিল্লি রওনা হতেই রাজভবনের তরফে ঘরোয়া ভাবে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করতে রাজধানী যাচ্ছেন রাজ্যপাল। কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে প্রায় ৪৮ ঘণ্টা ধরে দিল্লিতে থাকলেও মোদী-শাহর সঙ্গে দেখা করতে পারেননি ধনকড়। অবশেষে বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রীর দেখা মিলল।
আরও পড়ুন : সাম্প্রদায়িক অশান্তিতে ইন্ধন জোগানোর অভিযোগ, ভারতে আইনি রক্ষাকবচ হারাল টুইটার

Exit mobile version