Site icon The News Nest

Jagdeep Dhankhar: আইনজীবী থেকে বিধায়ক-মন্ত্রী-রাজ্যপাল, চিনুন এনডিএর উপরাষ্ট্রপতি প্রার্থীকে

jagdeep dhankhar

আইনজীবী হিসেবে শুরু করেছিলেন জীবন। হয়েছেন সাংসদ-বিধায়ক। সামলেছেন কেন্দ্রীয় মন্ত্রিত্ব ও রাজ্যপালের দায়িত্বও। ‘কৃষক-পুত্র’ সেই জগদীপ ধনখড়কেই (Jagdeep Dhankar) উপরাষ্ট্রপতি ভোটে (Vice President Election) প্রার্থী করল বিজেপি (BJP) পরিচালিত এনডিএ জোট (NDA)। রাজস্থানের অজ পাড়া গাঁয়ের ছেলে বেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরী হবেন কিনা তার তার উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।

সব কিছু ঠিকঠাক থাকলে সাংবিধানিক অঙ্কের বিচারে তাঁর নির্বাচন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। সংসদের ৭৮০টি আসনের মধ্যে শুধুমাত্র বিজেপির সাংসদ রয়েছেন ৩৯৪ জন। ফলে ইলেক্টোরাল কলেজের ভোটে নয়াদিল্লির মৌলানা আজাদ রোডে উপরাষ্ট্রপতির সচিবালয়ে ধনখড়ের প্রবেশ প্রায় অনিবার্য বলেই মনে করছেন অনেকে। বর্তমান উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডুর কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অগস্ট। তার আগেই উপরাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তার শেষ দিন আগামী ১৯ জুলাই। এবং এই পদে নির্বাচন হবে আগামী ৬ অগস্ট। সে দিনই দেশের ১৬তম উপরাষ্ট্রপতির নাম ঘোষিত হবে।

একনজরে দেখে নিন কোন পথে এগিয়েছে ধনখড়ের রাজনৈতিক জীবন?

Exit mobile version