Johnson & Johnson vaccine approved in India, approved for emergency use

ভারতে ছাড়পত্র পেল Johnson & Johnson -র টিকা, জরুরি ব্যবহারে অনুমোদন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার ভারতেও দেওয়া হবে জনসন অ্যান্ড জনসনের একটি ডোজের টিকা। শনিবার জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। যা পঞ্চম টিকা হিসেবে ভারতে ব্যবহারের অনুমতি দেওয়া হল।

শনিবার স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, জরুরিকালীন ব্যবহারের জন্য জনসন অ্যান্ড জনসনের (Johnson & Johnson) প্রস্তুত টিকাকে ভারতে ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্র। এই ভ্যাকসিনটি একটি ‘সিঙ্গেল ডোজ’ ভ্যাকসিন। এর আগেই ভারতে জরুরি ভিত্তিতে করোনা টিকা ব্যবহার করার ছাড়পত্র চেয়ে আবেদন করেছিল মার্কিন এই সংস্থা। জনসন অ্যান্ড জনসন আগেই দাবি করেছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে টিকার ৮৫ শতাংশ কার্যকারিতা দেখা গিয়েছে। সেই ভিত্তিতেই ভারতে আবেদন করেছিল সংস্থাটি।

আরও পড়ুন: দলিত নাবালিকা ধর্ষণ ও খুনকাণ্ডে উত্তপ্ত দিল্লি, নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন Rahul Gandhi

ম্প্রতি আমেরিকার এই ওষুধ নির্মাণকারী সংস্থার পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছিল ৫ অগস্ট কেন্দ্রীয় সরকারের কাছে টিকার ছাড়পত্রের জন্য আবেদন করেছে সংস্থা। জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য এই ছাড়পত্র চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে। এর আগে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি ছাড়পত্র পেয়েছে ভারতে।

উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের মধ্যে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ককে টিকা দেওয়ার কাজ শেষ করতে চাইছে। সেই লক্ষ্য মাত্রা পূরণ করতে হলে দৈনিক টিকাকরণের হার আরও বাড়াতে হবে দেশে, এমনটি জানিয়েছিল স্বাস্থ্য বিশেষজ্ঞরা। জনসন অ্যান্ড জনসনের আবেদনের পর সেই বিষয়টি ভেবে দেখা হয়। স্পুটনিক ভ্যাকসিনের মতো এই ভ্যাকসিনও সিঙ্গেল শট ভ্যাকসিন। যার কার্যকারিতা অনেকটাই, এমনটাই দাবি সংস্থার।

আরও পড়ুন: Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন হোক, এবার দাবি টুইটারে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest