"Join politics, we need a strong girl like you," Mamata told Swara Bhaswar

‘রাজনীতিতে যোগ দাও, তোমার মতো স্ট্রং মেয়েকে দরকার’, স্বরা ভাস্বরকে বললেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিনেত্রী স্বরা ভাস্করের (Swara Bhaskar) সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্ভবত আজ প্রথম আলাপ৷ আর এই আলাপেই নিজের প্রতিবাদী সত্তায় মমতাকে মুগ্ধ করেন অভিনেত্রী৷ তাই মমতাও অভিনেত্রীর কাছে জানতে চান, ‘তুমি রাজনীতিতে (Join Politics) কবে আসছ?’

বিজেপি বিরোধী জোটে সলতে পাকাতে মুম্বই গিয়েছেন তৃণমূল নেত্রী (TMC leader Mamata Banerjee)৷ সফরের দ্বিতীয় দিন পূর্বনির্ধারিত সূচি মেনে তিনি দেখা করেন মুম্বইয়ের বিশিষ্টজনেদের সঙ্গে৷ অভিনেত্রী থেকে সমাজকর্মী, কমেডিয়ান থেকে লেখিকা- গেরুয়া শিবির বিরোধী পরিচিত অনেক বিশিষ্টজনই বুধবার হাজির ছিলেন ওই বৈঠকে৷ সেখানে মমতার সামনে বিজেপির স্বৈরাচার নিয়ে সরব হন স্বরা৷ বাংলার মুখ্যমন্ত্রীকে জানান, কীভাবে ইউএপিএ ধারার ভয় দেখিয়ে মোদি সরকার শিল্পীদের কণ্ঠরোধ করছে৷ সব শুনে মমতা তাঁকে বলেন, ‘তুমি রাজনীতিতে যোগ দাও৷ তোমার মতো স্ট্রং মেয়ে দরকার৷’ এই কথা শোনামাত্রই করতালিতে ভরে উঠে সভাঘর।

স্বরাও এদিন মমতার বিজেপি বিরোধী লড়াইকে কুর্নিশ জানিয়েছেন৷ বলেছেন, দিদি খেলা দেখিয়ে দিয়েছে৷ আমরা তাতে খুশি৷ কিন্তু আরও বড় লড়াই করতে হবে৷ নাগরিকদেরও কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে৷ সেই প্রসঙ্গেই স্বরা মমতার সঙ্গে পরিচয় করান কমেডিয়ান মুনাওয়ার ফারুকির৷ আলোচনার কেন্দ্রে থাকা এই কমেডিয়ানের ১২টি শো গত ছ’মাসে বাতিল হয়েছে৷ রাগে-অভিমানে ফারুকি পেশা থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন৷

আরও পড়ুন: শীতকালীন অধিবেশনের শুরুতেই বিরোধীদের স্লোগানে মুলতুবি লোকসভা

কমেডিয়ানের বিরুদ্ধে অভিযোগ, তিনি হিন্দু দেব-দেবীদের অপমান করেছেন৷ সেই অভিযোগে জেলও খেটেছেন৷ কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ মেলেনি৷ স্বরা এমন আরও অনেকের সঙ্গে মমতার পরিচয় করিয়ে দেন যাঁরা কেন্দ্রের মোদী সরকারের ফ্যাসিজমের শিকার৷ অভিনেত্রী বলেন, এই তরুণ ছেলে-মেয়েরা তাদের জীবন, কেরিয়ার এবং পেশার ঝুঁকি নিয়ে কাজ করছে৷ কারণ, এদের প্রতিদিনই কোথাও না কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে৷ ইউএপিএ, রাষ্ট্রদ্রোহের ধারা দিয়ে কণ্ঠরোধ করা হচ্ছে৷

স্বরা মমতার কাছে প্রশ্ন রাখেন, ইউএপিএ আইন নিয়ে তাঁর কী মতামত? এবং ক্ষমতায় এলে এই আইন ধরণের আইন নিয়ে কী পদক্ষেপ নেবেন তিনি।  জবাবে মমতা স্পষ্ট করেন, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন সংশোধনী বিল তথা ইউএপিএ কোনওভাবেই সভ্য সমাজ বা সাধারণ মানুষের জন্য নয়। দেশে কিছু আইন নিশ্চয় থাকে, যা দেশের সুরক্ষার জন্য জরুরি এবং কিন্তু আজকাল সেই আইনের দুর্ব্যবহার করা হচ্ছে। আজকাল কেউ প্রতিবাদ জানালেন তাঁদের পিছনে ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআইকে লেলিয়ে দেওয়া হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। মমতা জানান, বিজেপিকে সরিয়ে ভবিষ্যতে কেন্দ্রে ক্ষমতায় এলে তিনি সবরকম চেষ্টা করবেন যাতে ইউএপিএ-র মতো আইনকের দুর্ব্যবহার না হয়। উল্লেখ্য, এই আইনের আওতায় কেবলমাত্র সন্দেহের বশে কোনও ব্যক্তিকেও সন্ত্রাসবাদী তকমা দিয়ে গ্রেফতার করা যায়।

এদিন মুম্বইয়ে বিশিষ্টজনের সামনে মমতার সাফ বার্তা,’খেলা শেষ হয়নি, খেলা হবে হবে ২০২৪ সালে।’ আগামী লোকসভা নির্বাচনে মোদী বিরোধী প্রধান মুখ কি তবে সত্যি হতে চলেছেন মমতা? জল্পনা তুঙ্গে।

আরও পড়ুন: Parliament Fire: সংসদ ভবন চত্ত্বরে আগুন, ছড়াল চরম আতঙ্ক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest