Kanhaiya Kumar Removed AC Installed By Him At CPI Office, likely join today congress

কানহাইয়াকে স্বাগত জানাতে সেজে উঠল কংগ্রেসের সদর দফতর, যাওয়ার আগে সিপিআই অফিসের এসি খুলে নিলেন ছাত্রনেতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সপ্তাহ খানেক ধরে চলছিল জল্পনা। অবশেষে পড়ল সিলমোহর। কংগ্রেসের সদর দফতর ছেয়ে গেল কানহাইয়া কুমারের ছবি দেওয়া পোস্টার দিয়ে। যার কারণে কানহাইয়া কুমারের কংগ্রেস যোগ নিয়ে আর কোনও সন্দেহের অবকাশ রইল না।

সূত্রের খবর, আগামী ২ অক্টোবর মহাত্মা গান্ধির জন্মদিনে কংগ্রেসের তরফে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানের মঞ্চে কানাইয়া কুমার কংগ্রেসে যোগ দেবেন বলে খবর৷ কানহাইয়ার ছাড়াও কংগ্রেসে যোগ দিচ্ছেন দলিত নেতা তথা গুজরাতের বিধায়ক জিগ্নেশ মেভানি। তাঁদের হাত ধরে দুই দলেরই একাধিক সদস্য কংগ্রেসে যোগ দেবেন৷ অন্য একটি সূত্রে জানা গিয়েছে যে সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অর্থাৎ মঙ্গলবারেই কংগ্রেসে যোগ দিতে পারেন কানহাইয়া কুমার।

আরও পড়ুন: সক্রিয় রাজনীতি থেকে অবসর প্রণব-কন্যা Sharmistha Mukherjee-র, ওড়ালেন অন্য দলে যাওয়ার জল্পনা

কংগ্রেসে যোগ দেবেন৷ তাই দলবদলের আগে বিহারের সিপিআই রাজ্য অফিসে নিজের লাগানো এসি মেশিন খুলে নিলেন কানহাইয়া কুমার (Kanhaiya Kumar removes AC installed at Patna CPI office)৷ বিহারে সিপিআই-এর রাজ্য সম্পাদক রাম নরেশ পান্ডে নিজেই এ কথা জানিয়েছেন৷ এতদিন সিপিআই-এর সদস্য ছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ নিজের খরচেই পটনায় সিপিআই-এর রাজ্য দফতরে একটি এসি মেশিন লাগিয়েছিলেন তিনি৷

রাম নরেশ পান্ডে জানিয়েছেন, ‘এসি মেশিন খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কানহাইয়া৷ যেহেতু ওই এসি মেশিন তিনিই লাগিয়েছিলেন, তাই আমি সেটি খুলে নেওয়ার অনুমতি দিয়েছি৷’ সংবাদসংস্থা এএনআই-এর কাছে অবশ্য সিপিআই রাজ্য সম্পাদক আশা প্রকাশ করেছেন, সিদ্ধান্ত বদলে কংগ্রেসে যোগ না দিয়ে সিপিআই-তেই থেকে যাবেন কানহাইয়া (Kanhaiya Kumar to join Congress)৷

রাম নরেশ পান্ডে আরও দাবি করেন, গত ৪ এবং ৫ সেপ্টেম্বর দিল্লিতে সিপিআই-এর ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের মিটিংয়ে যোগ দিয়েছিলেন কানহাইয়া (Kanhaiya Kumar)৷ সেখানে তিনি দল ছাড়ার কোনও ইঙ্গিত দেননি বলেও দাবি করেছেন রাম নরেশ পান্ডে৷ তিনি আরও জানান, দলের কাছে নিজের জন্য কোনও পদেরও দাবি জানাননি কানহাইয়া কুমার৷

আরও পড়ুন: অবৈধ ভাবে ভেঙে ফেলা হচ্ছে মন্দির! প্রতিবাদে আদালতে এলাকার মুসলিমরা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest