Kapil Sibal quit Congress, files Rajya Sabha nomination with Samajwadi Party's backing

ব্যাপক ধাক্কা কংগ্রেসে ! দল ছাড়লেন কপিল সিব্বল, যোগ সমাজবাদী পার্টিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্যাপক ধাক্কা কংগ্রেসে। কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা জি-২৩ গোষ্ঠীর অন্যতম ‘মুখ’ কপিল সিব্বল(Kapil Sibal)। সমাজবাদী পার্টিতে যোগ দিলেন তিনি।  লখনউয়ে অখিলেশ যাদবের (Akhilesh Yadav) হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন এই বর্ষীয়ান নেতা ।দলে যোগ দিয়েই সমাজবাদী পার্টির হয়ে মনোনয়ন জমা দিলেন কপিল সিব্বল। ১৬ মে কংগ্রেস সভানেত্রীকে তিনি পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে জানিয়েছেন কপিল। মনমোহন-জমানায় একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলেছেন কপিল সিব্বল।  তাঁর কংগ্রেসত্যাগ নিঃসন্দেহে বড় ধাক্কা।

অখিলেশের সঙ্গে রাজ্যসভায় মনোনয়ন পেশের সময় কপিল বলেন, ‘বরাবরই মোদিবিরোধী ছিলাম। রাজ্যসভাতেও সেই কথা বারবার বলে এসেছি। উত্তরপ্রদেশের সঙ্গে আমার সম্পর্ক বহুদিনের। আশা করছি, একই ভাবে সপা-র হয়ে সংসদে সরব হতে পারব।’

কংগ্রেসের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি হয়েছে অনেক দিন আগেই। রাজ্যসভায় বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের হয়ে সবচেয়ে বেশি সরব থাকতেন তিনি। কিন্তু সোনিয়া-রাহুলদের সঙ্গে মতের সঙ্গে বহু বিষয়ে মিল হচ্ছিল না কপিলের। যার কারণে মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে ফের রাজ্যসভায় কংগ্রেস পাঠাবে কি না তা নিয়ে নিজেই ধন্দে ছিলেন কপিল।তাই কোনো চাপ না নিয়ে সমাজবাদীদের দলে ভিড়েছেন তিনি।

একের পর এক নির্বাচনে দলের ভরাডুবির জেরে নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে সোনিয়া-রাহুলদের বিরাগভাজন হয়েছেন কপিল। সম্প্রতি জয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরে উপেক্ষিতই ছিলেন তিনি। গান্ধিদের সঙ্গে দূরত্বের জেরে দলের কার্যকরী কমিটিতেও ব্রাত্য হয়ে পড়েন।

কপিল সিব্বলের পদত্যাগ সম্পর্কে কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে সপা প্রধান অখিলেশ যাদব জানান,’কপিল সিব্বল মনোনয়ন পেশ করেছেন। আরও দু’ জন রাজ্যসভায় যেতে পারেন। সিব্বল বর্ষীয়ান আইনজীবী এবং সফল সাংসদ। আশা করি তিনি নিজের এবং সপার মতামত সঠিকভাবে সংসদে তুলে ধরবেন।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest