Karnataka Man Slits Throat And Drinks Blood Of A Friend Suspecting Affair With Wife

Karnataka: স্ত্রীর ‘প্রেমিকের’ গলা চিরে রক্ত পান স্বামীর, ভয়াবহ ঘটনার ভিডিয়ো রেকর্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্ত্রীর প্রেমিকের গলা চিরে তাঁর রক্ত পান করল এক ব্যক্তি। এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী এবার কর্ণাটক।

বেশ কয়েকবছর আগে বিজয়ের বিয়ে হয়। দাম্পত্য সম্পর্ক বেশ ভালই চলছিল। তবে আচমকাই সম্পর্ক উষ্ণতা হারায়। প্রায়শয়ই ঝগড়াঝাটিও হত। এরপর বিজয় জানতে পারে, তার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছে। স্ত্রীর নতুন প্রেমিক তারই বন্ধু মারেশ। একথা জানাজানির পর দু’জনের সম্পর্কের আরও অবনতি হয়। মারেশকে নিজে হাতে শাস্তি দেবে বলেই ঠিক করে ওই যুবক।

আরও পড়ুন: Opposition Meeting : ”আমাদের বিরোধী বলবেন না, আমরা দেশপ্রেমিক’ পাটনায় জোটের সুর বাঁধলেন মমতা

জানা গিয়েছে, গত ১৯ জুন বিজয় তাঁর বন্ধু জনকে নিয়ে স্থানীয় চিন্তামণি তালুকে যায়। সেখানেই ডেকে পাঠানো হয়েছিল মরেশকে। বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়া, ধারাল অস্ত্র নিয়ে গলার নলি কেটে নেওয়া এবং তারপর রক্তপান করার সমস্ত দৃশ্য ক্যামেরাবন্দি করেন এই প্রত্যক্ষদর্শী জন। ভয়ানক এই ঘটনা ভিডিয়ো রেকর্ডিং হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হাড়হিম করা সেই দৃশ্য দেখে শিউরে উঠেছে সকলে। যদিও ভিডিয়োতে দেখা গিয়েছে, পৈশাচিক এই কাণ্ডের সময় আশপাশ দিয়ে লোক হেঁটে গেলেও কেউ তা থামাতে আসেননি। জখম যুবক বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে, ইতিমধ্যেই বিজয়ের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। কেঞ্চারলাহাপল্লী থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমেছে। নৃশংস এই ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠছেন সকলেই। ওই ভিডিওর সূত্র ধরে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

আরও পড়ুন: Bus Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত অন্তত ১২

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest