Karnataka Man Strangles Daughter Over Affair, Lover Dies By Suicide

Karnataka: ভিন্‌জাতে প্রেম করায় মেয়েকে খুন বাবার, খবর পেয়ে ট্রেনের সামনে ঝাঁপ প্রেমিকের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মেয়ে ভিন্‌জাতের যুবকের সঙ্গে প্রেম করায় আপত্তি ছিল বাবার। কিন্তু বাবার বারণ সত্ত্বেও প্রেমিককে ছাড়তে চাননি মেয়ে। শেষ পর্যন্ত সম্মান রক্ষার্থে মেয়েকে খুন করে পাখার সঙ্গে ঝুলিয়ে দিলেন বাবা। প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিলেন প্রেমিকও। খুন এবং তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত তরুণীর নাম কীর্তি। ২০ বছর বয়সি কীর্তির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল গঙ্গাধর নামে এক যুবকের। কিন্তু দু’জনের সম্পর্ক মেনে নিতে চায়নি কীর্তির পরিবার। ভিন জাতের ছেলের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিতে হবে, কীর্তিকে সাফ জানিয়ে দেন তাঁর বাবা কৃষ্ণমূর্তি। তা সত্ত্বেও বিয়ের প্রস্তুতি নিতে থাকেন যুগল। সেই কথা জানতে পেরেই মেয়ের সঙ্গে বচসায় জড়ান কৃষ্ণমূর্তি।

আরও পড়ুন: Kedarnath Temple Scam: কেদারনাথ মন্দিরের গর্ভগৃহের দেওয়ালে সোনা নাকি আসলে পিতল!

বুধবার সকালে মেয়েকে ডেকে তিনি সাফ জানিয়ে দেন, এক্ষুনি এই সম্পর্ক শেষ করে ফেলতে হবে। কিন্তু সেই দাবি মানতে চাননি কীর্তি ফলে আবারও বচসা শুরু হয় বাবা-মেয়ের মধ্যে। রাগের মাথায় মেয়ের গলা টিপে খুন করেন কৃষ্ণমূর্তি। পরে মেয়ের মৃতদেহ ফ্যানে বেঁধে ঝুলিয়ে দেন, যাতে মনে হয় কীর্তি আত্মহত্যা করেছেন। তবে প্রথম থেকেই পুলিশের সন্দেহের তির ছিল কৃষ্ণমূর্তির দিকে। পরে খুনের দায়ে গ্রেপ্তার হন তিনি।

প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন পেশায় রাজমিস্ত্রি গঙ্গাধরও। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয় পুলিশ সুপার কে ধারণি দেবী জানান, খুনের অভিযোগে কৃষ্ণমূর্তিকে গ্রেফতার করে ৩০২ ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন: Mob lynching: গাড়িতে গো মাংস? সন্দেহের বশেই যুবককে পিটিয়ে খুন করল গো রক্ষকের দল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest