Karnataka: Two students killed themselves after intimate video inside college goes viral in Karnataka

Karnataka: ভাইরাল ভালবাসার ঘনিষ্ঠ মুহূর্ত! লজ্জায় আত্মঘাতী দুই কলেজ পড়ুয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভালবাসার ঘনিষ্ঠ মুহূর্ত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যে লজ্জা সহ্য করতে পারেনি কলেজের দুই ছাত্র-ছাত্রী। সেই অবসাদেই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাঁরা। যুগলের আত্মহত্যার ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য।

কর্ণাটকের দাভানাগেরের ঘটনা। মৃত দু’জনেই কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মাস কয়েক আগে ওই তরুণ এবং তরুণী কলেজের বারান্দায় বসেছিলেন। সেই সময়ই কেউ বা কারা যুগলের অজান্তেই তাঁদের অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। প্রায় সাড়ে তিন মিনিটের সেই ভিডিয়ো গত শুক্রবার সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, ভিডিয়োটি সমাজমাধ্যমে ভাইরাল হতেই ওই তরুণী আত্মহত্যা করেন। সেই খবর পেয়ে আত্মঘাতী হন ওই তরুণও। এর পরেই ওই যুগলের পরিবার থানায় গিয়ে আলাদা আলাদা অভিযোগ দায়ের করে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের খুঁজে বার করে অবিলম্বে শাস্তি দেওয়ার দাবি তুলেছেন নিহতদের পরিবারের সদস্যেরা।

আরও পড়ুন: Supreme Court: শীর্ষ কোর্ট বলেছিল ‘অবৈধ’, ইডি প্রধান হিসাবে সেই সঞ্জয়ের মেয়াদবৃদ্ধি চাইল কেন্দ্র

দেবনগীরির এসপি এ অরুণ জানান, ছাত্র ও ছাত্রী, উভয়ের পরিবারের তরফেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা ওই ভিডিওটি করেছিল, তাকে চিহ্নিত করার চেষ্টা চলছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় যুগলের নাম-পরিচয় প্রকাশ্যে আনেনি পুলিশ।

তবে এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন ওই কলেজের অন্যান্য পড়ুয়ার অভিভাবকরাও। কলেজ জীবনে সহপাঠীদের সঙ্গে অনেকেই ভালবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। কিন্তু এভাবে তা ভিডিও করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। উল্লেখ্য, এর আগে এই রাজ্যেরই তিন ছাত্রী কলেজের শৌচালয়ে ক্যামেরা লুকিয়ে রাখার অভিযোগ তুলেছিলেন। এবারও ক্যামেরা কেড়ে নিল দু’টো তরতাজা প্রাণ।

আরও পড়ুন: Lalu: লোকসভা ভোটে হেরে বিদেশে পালাবেন মোদি, দাবি লালুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest