Karnataka Youth Kills Girlfriend at Birthday Party for Not Showing Her WhatsApp Chats to Him

Karnataka: হইচই করে প্রেমিকার জন্মদিন পালন, তারপরেই গলা কেটে খুন করল প্রেমিক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হইচই করে বান্ধবীর জন্মদিন পালন করার কিছুক্ষণ পরে সেই তরুণীকেই গলার নলি কেটে খুন করলেন খোদ প্রেমিক। ভয়াবহ ঘটনার সাক্ষী হল দক্ষিণের রাজ্য কর্ণাটকের (Karnataka) বেঙ্গালুরু (Bengaluru) শহর। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত।

মৃত তরুণীর নাম নভ্যা। ২৬ বছর বয়সি ওই তরুণী কনকপুরা এলাকার বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকতেন তিনি। পুলিশের ইন্টারনাল সিকিউরিটি ডিভিশনের ক্লার্ক পদে কাজ করতেন তিনি। গত ছ’বছর ধরেই প্রশান্ত নামে এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল নভ্যার। প্রশান্ত তাঁর দূর সম্পর্কের আত্মীয়। সেও কনকপুরা এলাকার বাসিন্দা। গত ১১ এপ্রিল ছিল নভ্যার জন্মদিন। কিন্তু সেদিন ব্যস্ততার জন্য তা উদযাপন করা হয়ে ওঠেনি যুগলের। এরপর শুক্রবার জন্মদিন উদযাপনের জন্য প্রশান্তের বাড়িতে যান নভ্যা। সেখানে কেক কাটেন দুজনে। তারপরও মুহূর্তেই প্রেমিকার গলায় ছুরি চালিয়ে দেন প্রশান্ত।

আরও পড়ুন: UP Horror: ১৫ বছরের নাবালিকাকে ‘ধর্ষণ’! মুখ বন্ধ রাখতে ১০ টাকা ঘুষ, হতবাক গোরক্ষপুর

যতক্ষণ না তাঁর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হচ্ছে ততক্ষণ ছুরি দিয়ে নভ্যাকে কোপাতে থাকে প্রশান্ত। চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা নভ্যাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করেছে প্রশান্তকে। জেরার মুখে সে জানিয়েছে, সম্প্রতি অন্যদের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করেছিল নভ্যা, যা তার পছন্দ ছিল না। এই নিয়ে যুগলের মধ্যে গত বেশ কয়েকদিন ধরে অশান্তি হচ্ছিল। তা সহ্য করতে না পেরে প্রেমিকাকে খুন করবে বলে ঠিক করেছিল প্রশান্ত। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী মামলা রুজু করেছে পুলিশ।

আরও পড়ুন: Atiq Ahmed Murder: সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতেই পুলিশের সামনে খুন গ্যাংস্টার আতিক, দেখুন Video

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest