Kashmir: Army personnel from Darjeeling killed in blast during Jammu Anti-Terror operation

Kashmir: গত মাসেই হয় বিয়ে, কাশ্মীরে জঙ্গি হামলায় শহিদ বাংলার সেই সেনা জওয়ান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জঙ্গি নিকেশ করতে শুক্রবার থেকে জম্মু কাশ্মীরে রাজৌরিতে ‘অপারেশন ত্রিনেত্র’ শুরু করেছে ভারতীয় সেনা। এখনও জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে। সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের মাঝেই বাংলার জন্য খারাপ খবর। জঙ্গিদের সঙ্গে লড়াই চলকালীন রাজ্যের এক জওয়ানের মৃত্যু হয়েছে বলে সেনা বাহিনী সূত্রে জানা গিয়েছে।

শুক্রবার সকালে রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গিদের হামলায় মৃত্যু হয়েছে পাঁচ সেনা জওয়ানের। সেই শহিদ জওয়ানদেরই একজন হলেন দার্জিলিঙের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী। জানা গিয়েছে, গত মাসেই বিয়ে করতে বাড়ি এসেছিলেন সিদ্ধান্ত। বিয়ের পর গত ১৪ এপ্রিল ফের যোগ দিয়েছিলেন কাজে। ২০১৯ সালে প্যারাকামান্ডোতে যোগ দিয়েছিলেন ডাকাবুকো সিদ্ধান্ত। খুব অল্প সময়ের মধ্যেই সেনা বাহিনীতে নিজের যোগ্যতা প্রমান করে ২০২১ সালে প্যারা এসএফ-এ নিযুক্ত হন ২৫ বছরের ওই যুবক।

আরও পড়ুন: BJP Bandh: কালিয়াগঞ্জের আক্রান্ত সিভিক পুলিশের মৃত্যু, ১২ ঘণ্টা উত্তরবঙ্গ বন্‌ধের ডাক দিল বিজেপি

ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, নির্দিষ্ট তথ্য়ের ভিত্তিতে রাজৌরি সেক্টরের কান্দি এলাকায় অভিযানে নামে সেনা। জানা যায়, একটি গুহার মধ্যে কয়েকজন জঙ্গি লুকিয়ে ছিল। সেই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা সেই অঞ্চলে সেই জঙ্গিদের ধরতে মরিয়া চেষ্টা চালান সেনা জওয়ানরা। সেই সময়ই জঙ্গিদের আইইডি বিস্ফোরণে দুই সেনাকর্মীর মৃত্যু হয়। গুরুতর ভাবে জখম হন আরও তিনজন। আহতদের দ্রুত উধমপুরের কমান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানে তাঁদের মৃত্যু হয়। সেই শহিদ জওয়ানদের মধ্যেই অন্যতম দার্জিলিঙের সিদ্ধান্ত।

এ দিন সন্ধ্যায় বিজনবাড়ির কিজম বস্তিতে সিদ্ধান্তের মৃত্যুর খবর আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার। শোকস্তব্ধ এলাকা। সিদ্ধান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, দেশের জন্য সিদ্ধান্তের এই বলিদান কেউ ভুলবে না।

 

আরও পড়ুন: Suvendu Adhikari: শুভেন্দুর গাড়ির ধাক্কায় প্রাণ গেল যুবকের, অবরুদ্ধ দিঘাগামী জাতীয় সড়ক

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest