আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন অরবিন্দ ছমাস জেলবন্দি থাকার পরে অবশেষে জামিন পেলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।। দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দিল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় আগেই তিনি অন্তর্বর্তী জামিন পেয়েছিলেন। এ বার সিবিআইয়ের মামলাতেও জামিন মিলল।
আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন কেজরি। জামিন চেয়ে প্রথমে তিনি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। গত ৫ সেপ্টেম্বর সেই সংক্রান্ত শুনানি শেষ হয় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। তার পর রায় স্থগিত রাখা হয়েছিল। শুক্রবার সেই রায় ঘোষণা হল ।
কেজরির গ্রেপ্তারি প্রসঙ্গে সিবিআইয়ের অতিসক্রিয়তাকে এদিন তোপ দেগেছে সুপ্রিম কোর্ট। কেজরির মুক্তির পরে আপের বার্তা, ‘হি ইজ ব্যাক’।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ইডি গ্রেপ্তার করেছিল অরবিন্দ কেজরিওয়ালকে। আর সিবিআই তাঁকে গ্রেপ্তার করেছিল গত ২৬ জুন। দিল্লির মুখ্যমন্ত্রী ইডি-র মামলায় অন্তর্বর্তিকালীন জামিন পান। কিন্তু সিবিআই-এর মামলায় এতদিন জামিন না পাওয়ায় তিনি তিহাড় জেল থেকে মুক্তি পাচ্ছিলেন না। সুপ্রিম কোর্ট সিবিআই-এর মামলায় তাঁর জামিন মঞ্জুর করায় অবশেষে জেল থেকে মুক্তি পাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ফের প্রশাসনিক কাজ করতে পারবেন।
আবগারি দুর্নীতি এবং বিরাট আর্থিক প্রতারণার অভিযোগে গত ১২ জুলাই জামিন পান কেজরি। ইডির গ্রেপ্তারির বিরুদ্ধে দিল্লির মুখ্যমন্ত্রীকে জামিন দেয় শীর্ষ আদালত। কিন্তু জেল থেকে বেরতে পারেননি কেজরি। কারণ সিবিআই গ্রেপ্তারির কারণে তাঁকে জেল হেফাজতে রেখেছিল আদালত। সিবিআইয়ের গ্রেপ্তারির বিরুদ্ধে ফের নতুন করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন কেজরি। অবশেষে স্বস্তি মিলল। জামিন পেয়ে জেলমুক্তি হচ্ছে কেজরির।