Kerala transgender couple get married on Valentine's Day

Transgender Marriage: প্রেমদিবসেই সাতপাকে বাঁধা পড়লেন রূপান্তরকামী যুগল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভালোবাসার দিনে সাত পাকে বাঁধা পড়লেন এক রূপান্তরকামী দম্পতি (LGBT couple ties knot on Valentine’s Day)৷ আত্মীয় পরিজন, বন্ধুবান্ধবকে সাক্ষী রেখে চার হাত এক হল সমপ্রেমী দুটি মানুষের ৷

রীতিমত সানাই বাজিয়ে, মালা বদল করে, সাতপাক ঘুরে, সিঁদুরদান-সহ হিন্দু বিবাহের যাবতীয় রীতি নীতি মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন শ্যামা এস প্রভা এবং মনু কার্তিকের। পাত্র মনু ত্রিশূরের বাসিন্দা। টেকনো পার্কের একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত। তিরুঅনন্তপুরমের বাসিন্দা শ্যামা কেরল সরকারের সামাজিক ন্যায় দফতরের রূপান্তরকামী বিভাগের কর্মী। আগামী দিনে আইনত বিয়ে নথিভুক্ত করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। ২০১৯ সালের রূপান্তরকামী সংরক্ষণ আইনে কেরল হাইকোর্টে সেই মতো আবেদন জানাবেন তাঁরা।

আরও পড়ুন: হিমালয়ের সাধুর পরামর্শে নিয়োগ ও পদোন্নতি! NSE’র দুই প্রাক্তন শীর্ষ কর্তাকে পাঁচ কোটি জরিমানা

মনুর কথায়, “যে রূপান্তরকামী দম্পতির পরিচয়পত্রে পুরুষ বা মহিলা হিসেবে লেখা থাকে, তাঁরা স্পেশাল ম্যারজ অ্যাক্টে বিয়ে নথিভুক্ত করতে পারেন ৷ তবে আমরা আমাদের পরিচয়পত্র অনুযায়ী ট্রান্সজেন্ডার হিসেবে স্বীকৃত ৷ সেই কারণে আমরা এই আইনে বিয়েটা নথিভুক্ত করতে পারছি না ৷ তাই আদালতের দ্বারস্থ হওয়া ৷”

নবদম্পতি জানিয়েছেন, ২০১০ সালে প্রথম আলাপ তাঁদের। সেই সময় কেরলে সমকামী এবং রূপান্তরকামীদের নিয়ে আন্দোলন চলছিল। তার পর বন্ধুত্ব থেকে ক্রমশই ঘনিষ্ঠতায় গড়ায় সম্পর্ক। ২০১৭ সালে শ্যামাকে বিয়ের প্রস্তাব দেন মনু। কিন্তু দু’জনেই ভাই-বোনদের মধ্যে বড়। তাই সব দায়িত্ব পালন করে তবেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেন। তবে তার আগে তাঁরা সেক্স চেঞ্জ সার্জারি করান ৷ এরপর যাবতীয় প্রস্তুতি সেরে 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিনে বিয়েটা সেরে ফেললেন সমপ্রেমী দম্পতি ৷

আরও পড়ুন: Sansad TV: নীতি লঙ্ঘনের অভিযোগ, ইউটিউবে ‘ব্লক’ করা হল সংসদ টিভি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest