Kolkata's 'MAA' flyover in yogi's development advertisement! Trinamool fig Yogi govt

যোগীর উন্নয়নের বিজ্ঞাপনে কলকাতার ‘মা’ উড়ালপুল! ছবি চুড়িকেই পরিবর্তন বলে কটাক্ষ তৃণমূলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের উন্নয়নের প্রচারে কলকাতার মা উড়ালপুলের ছবি! বছর ঘুরতেই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর সেখানেই যোগী আদিত্যনাথের ‘কর্মযজ্ঞ’ প্রকাশের বিজ্ঞাপনে দিতে গিয়েই কেলেঙ্কারি। সেখানে মা উড়ালপুলের ছবি ব্যবহার করল যোগী সরকার। আর তা নিয়ে এবার সরব তৃণমূল। এই নিয়ে টুইট করে তোপ দেগেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তিনি লেখেন, ‘যোগীর কাছে উত্তরপ্রদেশের পরিবর্তন মানে বাংলার পরিকাঠামোর ছবি চুরি করা। দেখে মনে হচ্ছে ডবল ইঞ্জিন মডেল বিজেপির শক্তিশালী রাজ্যে অসম্ভব ভাবে ব্যর্থ হয়েছে। আর এখন সেটা প্রকাশ্যে চলে এসেছে।’

তবে এই ধরনের বিজ্ঞাপন সাধারণত বানিয়ে থাকে কোনও বেসরকারি সংস্থা। মনে করা হচ্ছে, এটা তাদেরই ভুল। আবার এই বিজ্ঞাপন এটাও সামনে এনে দিল যে, ইন্টারনেটের উপরে বেশি নির্ভরতা এবং সত্যতা যাচাই না করার ফল এটি। তবে এ সব যুক্তির মধ্যে একটি প্রশ্ন থেকেই যাচ্ছে, বিজ্ঞাপনটি প্রকাশের আগে উত্তরপ্রদেশ সরকারের তরফে দেখে নেওয়া হয়নি? কিংবা যোগী সরকারের তরফ থেকে কেন বিজ্ঞাপন প্রস্তুতকারী সংস্থাকে ছবি সরবরাহ করা হয়নি? তৃণমূল শিবির ইতিমধ্যেই ওই বিজ্ঞাপনে ‘কৃতিত্ব চুরি’ করার অভিযোগ তুলতে শুরু করে দিয়েছে।

এই নিয়ে পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি মিথ্যাচারে বিশ্বে এক নম্বর। এর আগে দাঙ্গার ছবি দিয়ে, ভুল তথ্য পরিবেশন করে মানুষের কাছে ভুল বার্তা দিয়েছিল। মা উড়ালপুল কলকাতা তথা বাংলার একটি গর্ব। মমতা ব্যানার্জির রাজত্বে এটি হয়েছে। সেই উড়ালপুল দেখে যদি যোগী প্রণাম করত মমতা ব্যানার্জিকে যে আপনারা যে কাজটা করেছেন তা আমরা অনুসরণ করব, তাহলে বুঝতাম ডবল ইঞ্জিন সরকারের বুদ্ধি ফিরেছে। বুঝতাম তাঁরা কাজ করতে চায়। কিন্তু যেভাবে মিথ্যা প্রচার হচ্ছে মা উড়ালপুল ওঁর, উত্তরপ্রদেশে যে অন্যায় হচ্ছে যে অত্যাচার হচ্ছে, উন্নয়ন স্তব্ধ হয়ে গিয়েছে সেটা কার?’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest