LPG Gas: Centre raises LPG subsidy for Ujjwala Yojana beneficiaries to ₹300/cylinder

LPG Gas: নজরে লোকসভা, গ্যাসের দাম আরও কমাল মোদী সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

লোকসভা নির্বাচনের আগে বিরাট চমক কেন্দ্রের নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারের। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাসের দাম  আরও ১০০ টাকা কমানো হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির পরিমাণ প্রতি এলপিজি সিলিন্ডারে ২০০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করেছে। মন্ত্রিসভার সিদ্ধান্তের এই বিষয়ে বুধবার জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। এর আগে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম ছিল ৭০৩ টাকা। বর্তমানে ভর্তুকি বেড়েছে আরও ১০০ টাকা। ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের দাম হতে চলেছে ৬০৩ টাকা। উজ্জ্বলা সুবিধাভোগীদের বর্তমানে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের ৯০৩ টাকার বাজার মূল্যের বদলে ৭০৩ টাকা দিতে হয়। আর এদিন কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্তের পরে, তারা এখন ৬০৩ টাকা পাবেন উজ্জ্বলা গ্যাস।

আরও পড়ুন: 2000 note: বাড়ল ২,০০০ টাকার নোট জমা দেওয়ার সময়সীমা! কতদিনের মধ্যে দিতে হবে? জানাল RBI

গত মাসে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার ৭৫ লক্ষ এলপিজি সংযোগ দেওয়ার জন্য তেল বিপণন সংস্থাগুলিকে ১৬৫০ কোটি টাকা দেওয়ার অনুমোদন দিয়েছে। ফলে এই প্রকল্পের অধীনে মোট সুবিধাভোগীর সংখ্যা এখন ১০.৩৫ কোটিতে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, পিএমইউওয়াই গ্যাস সিলিন্ডার ভর্তুকি প্রকল্পটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৬ সালের মে মাসে দারিদ্র্য সীমার নিচে (বিপিএল) থাকা পরিবারদের জন্য চালু করেছিলেন।

অন্যদিকে, ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ২০০ টাকারও বেশি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ত সংস্থাগুলি। মূল্যবৃদ্ধির জেরে কলকাতায় সিলিন্ডার পিছু ভর্তুকিহীন বাণিজ্যিক সিলিন্ডারের দাম একলাফে ২০৩.৫০ টাকা বেড়ছে। চলতি মাসের ১ তারিখ থেকে তেল কোম্পানিগুলি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২০৯ টাকা বাড়িয়েছে। কলকাতায় বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০৩.৫০ টাকা বেড়েছে।

আরও পড়ুন: Shiv Sena MP: হাসপাতালে ৩১ রোগীমৃত্যুর জের, ডিনকে দিয়েই শৌচালয় সাফ করালেন শিবসেনা সাংসদ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest