‘মমতার লড়াই ও বাঙালি ঐক্য দেশের কাছে অনুপ্রেরণা’, নেত্রীর প্রশংসায় উদ্ধব ঠাকরে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিব সেনা প্রধান উদ্ধব ঠাকরে (Uddhav thackeray)। তাঁর কথায়, একুশের নির্বাচনে তৃণমূল নেত্রীর একক লড়াই অনুপ্রেরণা জোগাবে। এই লড়াইয়ে বাঙালি প্রমাণ করেছে তাঁদের ইচ্ছেশক্তির জোর। এমনকী, প্রয়োজন অনুযায়ী বাংলার ‘একলা চলো রে’ নীতিরও গুনগান গেয়েছেন উদ্ধব।

আরও পড়ুন : আপার প্রাইমারিতে শুরু হচ্ছে শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের

শিব সেনার ৫৫তম প্রতিষ্ঠা দিবসে দলীয় প্রধানের এ হেন মন্তব্য তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের কথায়, ২০২৪ সালের আগে আঞ্চলিক জাতীয়তাবাদকে হাতিয়ার করে বিরোধী ঐক্যের সলতে পাকানোর কাজ শুরু করে দিলেন পোড়খাওয়া রাজনীতিবিদ উদ্ধব।

শিব সেনা প্রধান বলেন, “একা লড়াই করে বাংলায় জয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee)। সমস্ত আক্রমণ, মন্তব্যের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজেদের অদম্য ইচ্ছাশক্তির প্রমাণ দিয়েছে বাঙালি। স্বাধীনতার ‘বন্দেমাতরম’ মন্ত্রে যেন নতুন করে প্রাণ সঞ্চার করেছে এই লড়াই। বাঙালি দেখিয়ে দিয়েছে স্বাধীনতার জন্য কী করতে হয়।”

শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় কেন্দ্রের চাপের মুখে বাংলার একলা চলো নীতিরও ভূয়সী প্রংশসা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “যখনই আঞ্চলিক গর্ব বিপদে পড়েছে কিংবা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো চাপে পড়েছে তখনই বাংলার একলা চলো নীতি উদাহরণ হয়ে থেকেছে। সব ধরণের আঘাতের সাক্ষী থেকেছে বাংলা তবু বাঙালিরা নিজেদের ঐতিহ্যের জন্য একজোট হয়েছেন। তাঁরা দেখিয়ে দিয়েছেন, আঞ্চলিক ঐতিহ্য, গর্বকে কীভাবে রক্ষা করতে হয়।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর এ হেন মন্তব্য শুনে ওয়াকিবহাল মহলের ধারনা, বাঙালি জাতি ঐক্যকে সামনে রেখে মারাঠা শক্তিকে পুনর্জীবিত করতে চাইছেন উদ্ধব। কিন্তু কেন এমন প্রচেষ্টা?

সামনেই বৃহন্মুম্বই কর্পোরেশন বা বিএমসি-র নির্বাচন। উদ্ধবের লিটমাস টেস্ট হবে সেখানেই।সেই ভোটের আগে মারাঠা ভোট নিজের ঝুলিতে টানার কৌশল নিয়েছেন শিব সেনা প্রধান। কংগ্রেসকেও সুস্পষ্ট বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। শুধু তাই নয়, এবার বিজেপির জাতীয়বাদ হাতিয়ারকে ভোঁতা করতে অন্য এক অস্ত্র প্রয়োগ করতে চাইছে আঞ্চলিক বিরোধী দলগুলি। তাই ২০২৪-এর আগে আঞ্চলিক জাতীয়বাদে ধোঁয়া দিয়ে বিরোধী ঐক্য মজবুত করতে মরিয়া শিব সেনা প্রধান। সেই ঐক্যের সকলে পাকাতেই বাঙালি ঐক্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের একক লড়াইকে কুর্নিশ জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

আরও পড়ুন : International Day of Yoga: জানুন ভারতের সেরা ৫টি যোগ রিট্রিট কেন্দ্রের কথা

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest