MAMATA BANERJEE GETS PLACE IN LIST OF HUNDRED MOST INFLUENCIAL PERSONALITIES BY TIME MAGAZINE

Time Magazine: একাই রুখে দিয়েছেন মোদীকে, ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা করে নিলেন মমতা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টাইম ম্যাগাজিনেও হল ‘খেলা’। বিখ্যাত ম্যাগাজিনের বিশ্বের সবথেকে ১০০ জন প্রভাবশালীর তালিকায় জায়গা পেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে তালিকায় আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সিইও আদর পুনাওয়ালা।

এ ছাড়াও তালিকায় স্থান পেয়েছেন গুগল শীর্ষ কর্তা ভারতীয় বংশোদ্ভুত সুন্দর পিচাই, অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং শাহিনবাগ আন্দোলনের মুখ বিলকিস বেগম৷ আজ, বুধবারই এই তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন৷

টাইম ম্যাগাজিনের (Time Magazine) এই তালিকায় যাঁরা স্থান পেয়েছেন, তাঁদের প্রত্যেকের বর্ণনা দিয়ে একটি করে প্রচ্ছদ প্রকাশ করা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে ব্যাখ্যা করতে গিয়ে টাইম ম্যাগাজিনে লেখা হয়েছে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিস্তারবাদের ইচ্ছাকে বিরুদ্ধে কার্যত একা দুর্গ হয়ে রুখে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী (Mamata Banerjee in Time Magazine List of Influential Personalities)৷

আরও পড়ুন: Oscar Fernandes :প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী-কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ প্রয়াত

টাইম ম্যাগাজিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচিতি লিখেছেন সাংবাদিক বরখা দত্ত৷ জাতীয় স্তরে নরেন্দ্র মোদী বিরোধী কোনও জোট শেষ পর্যন্ত গঠিত হলে মমতাই যে তাতে কেন্দ্রীয় ভূমিকা পালন করবেন, এমনও দাবি করেছেন বরখা৷

মমতার সম্পর্কে টাইম ম্যাগাজিনে বরখা লিখেছেন, ‘ভারতীয় রাজনীতিতে মমতাকে কখনওই কারও স্ত্রী, মা, মেয়ে বা সঙ্গী হিসেবে তুলে ধরতে হয়নি৷ চরম দারিদ্রের সঙ্গে যুঝতে নিজের পরিবারের জন্য একসময় স্টেনোগ্রাফার, দুধ বিক্রেতার ভূমিকাও পালন করেছেন তিনি৷ ‘ স্ট্রিট ফাইটার এবং নিজস্ব সত্ত্বাই মমতাকে পিতৃতান্ত্রিক সংস্কৃতিতে আলাদা পরিচয় তৈরি করতে সাহায্য করেছে বলেও লিখেছেন বরখা৷

ছ’টি বিভাগে বিশ্বের একশো জন প্রভাবশালীর তালিকা প্রকাশ করেছে টাইম ম্যাগাজিন (Time Magazine)৷ বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতাদের তালিকায় জায়গা পেয়েছেন তৃণমূলনেত্রী৷ এই তালিকায় রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেরিকার বর্তমান এবং প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং তালিবানদের শীর্ষ নেতা আব্দুল গনি বরাদরের মতো ব্যক্তিত্বরাও৷

আরও পড়ুন: Online Food: বাড়তে চলেছে সুইগি, জোমাটো থেকে খাবার আনানোর খরচ! লাগু হতে পারে GST

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest