Didi talk to journalists holding an umbrella, sends messages to Modi, stands on the rain-soaked road

ছাতা হাতে সাংবাদিকদের মুখোমুখি দিদি, মোদীকে বার্তা মমতার,দাঁড়ালেন বৃষ্টিভেজা রাস্তাতেই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মোদির পর দিদি ৷ সামান্য এক ছাতাই যেন মিলিয়ে দিল দু’জনকে ! গত 19 জুলাই সংসদের বাদল অধিবেশন শুরুর দিনে প্রথা মাফিক সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷ সেদিন মোদির যে আচরণ সকলের নজর কেড়েছিল, তা হল ছাতা হাতে বক্তব্য পেশ ! সেদিন বৃষ্টির মধ্যেই বাইরে এসেছিলেন প্রধানমন্ত্রী ৷ নিয়ম অনুসারে, তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কোনও ব্যক্তিরই তাঁর মাথার উপর ছাতা ধরে রাখার কথা ৷ কিন্তু মোদি সেসবের ধার ধারেননি ৷ আগাগোড়া বাঁ হাতে ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে যান তিনি ৷ মঙ্গলবার সেই ছবিই আরও একবার তাজা করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ রাজধানীর মাটিতে দাঁড়িয়ে বাঁ-হাতে ছাতা আর ডান হাতে মাইক্রোফোন ধরেই সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিলেন তিনি ৷

আরও পড়ুন : Tokyo Olympics: পদকজয় থেকে আর মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে অসমের বক্সার লভলিনা

মঙ্গলবার দুপুরে মোদীর সঙ্গে সাক্ষাৎ সেরে মমতা যখন বেরোচ্ছেন, বাইরে সেই সময় মুষলধারে বৃষ্টি। সেই অবস্থাতেই মাথা বাঁচিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় পৌঁছন মমতা। বাইরে তখন সাংবাদিকদের ভিড়। তাঁদের দেখে বৃষ্টি মাথায় বাংলো থেকে বেরিয়ে আসেন মমতা।

মোদীর সঙ্গে কী কথা হল, তা জানতে যখন উদগ্রীব সাংবাদিকরা, মমতার গলায় তখন অভিভাবকের সুর। কাকভেজা সাংবাদিকদের ঈষৎ ধমক দিয়ে বলেই ফেললেন, ‘‘বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে কিন্তু। শিগগির ছাতা নিন। ছাতার নীচে দাঁড়ান। একদম ভিজবেন না।’’

জল কাদার মধ্যে একখানা নীল ছাতা ধরে সাংবাদিকদের সঙ্গে মমতার এই নির্ভেজাল কথাবার্তাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। কারণ সপ্তাহ খানেক আগে নিজে হাতে ছাতা ধরে সংসদভবনের বাইরে দেখা গিয়েছিল মোদীকেও। তবে টিপ টিপ বৃষ্টিতে মোদীর পায়ের নীচে পুরু সবুজ ম্যাট পাতা থাকলেও, মমতা পা ছিল মাটিতেই। মোদীর বক্তৃতার জন্য সুসজ্জিত ডায়াস বসানো হলেও, এক হাতে ছাতা এবং অন্য হাতে মাইক ধরেই একনাগাড়ে কথা চালিয়ে যান মমতা।

এর আগে নিজে হাতে ছাতা ধরা নিয়ে নেটমাধ্যমে মোদীকে নানা উপমায় ভরিয়ে দিয়েছিলেন বিজেপি-র নেতা-মন্ত্রীরা। মা-মাটি-মানুষ স্লোগান যাদের ভিত্তি, সেই তৃণমূল যদিও এ নিয়ে কোনও প্রচারে নামেনি। তবে রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ২০২৪-এ গোটা দেশের মাথার উপর ছাতা মেলে ধরবেন মমতা। টুইটারে তিনি লেখেন, ‘বৃষ্টিতে ছাতা। নিজের হাতে। ২০২৪-এ এই ছাতা ধরবেন দেশবাসীর মাথায়। জনবিরোধী নীতির কালো মেঘের দুর্যোগ থেকে বাঁচাতে। এটা ট্রেলার। পিকচার অভি বাকি হ্যায়।’

গত 19 জুলাই প্রকাশ্যে মোদিকে ছাতা ধরতে দেখেই তাঁর প্রশংসা শুরু করে দেয় বিজেপি তথা গেরুয়াশিবির ৷ উদ্দেশ্য ছিল একটাই ৷ ভারতের সবথেকে ক্ষমতাবান ব্যক্তিটি যে আদতে মাটির মানুষ, সেটা বোঝাতেই উঠে-পড়ে লাগেন বিজেপির নেতা, কর্মীরা ৷ শুরু হয় পাল্টা কটাক্ষও ৷ অনেকেরই প্রশ্ন ছিল, মোদি নিজে হাতে ছাতা ধরলেন ! অথচ সামান্য বৃষ্টিতে জুতো ভিজে যাওয়ার আশঙ্কায় মাটিতে দাঁড়াতে পারলেন না ? আসলে সেদিন প্রধানমন্ত্রী সবুজ রঙের একটি পাপোসের উপর দাঁড়িয়ে ছিলেন ৷ এই নিয়ে সোশ্য়াল মিডিয়ায় মিমের বন্যা বয়ে যায় ৷ তবে সমালোচনা হোক বা প্রশংসা, বাদল অধিবেশনের সূচনা পর্বে ছাতা হাতে মোদি ছিলেন হট টপিক ৷

আরও পড়ুন : এখনও তৈরি হয়নি বিধি, CAA চালু করতে আরও ৬ মাস সময় চাইল শাহের মন্ত্রক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest