The new Chief Minister of Karnataka is Basavaraj S Bombay

ইয়েদুরাপ্পার পর রাজ্যে ফের লিঙ্গায়েত নেতা, কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে বাসবরাজ এস বোম্মাইকে বেছে নিল বিজেপি পরিষদীয় দল। মঙ্গলবার বেঙ্গালুরুতে বিজেপি-র পরিষদীয় দলের একটি বৈঠকে তাঁর নামে সিলমোহর পড়ে।মঙ্গলবার রাত পৌনে ৮টা নাগাদ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, জি কিসান রেড্ডি-সহ অরুণ সিংহ এবং নলিন কাটিলের মতো বিজেপি-র শীর্ষনেতা। বৈঠকের পর বোম্মাইয়ের নাম ঘোষণা করা হয়।

আরও পড়ুন : রাজ্যের আরও ভ্যাকসিনের প্রয়োজন, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, মোদীর সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

রাজ্য বিজেপির অভ্যন্তরে ক্রমশই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা শোনা যাচ্ছিল ইয়েদুরাপ্পার ৷ এরপর ইস্তফা দেন ইয়েদুরাপ্পা ৷ আজ বেঙ্গালুরুতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল ৷ সেখানেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় বাসবরাজ এস বোম্মাইকে ৷

প্রসঙ্গত, বোম্মাইয়ের পরিবার থেকে কর্নাটকে কুর্সিতে বসেছেন তাঁর বাবা এস আর বোম্মাইও। ২০০৮ সালে জেডিইউ থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন বোম্বাই। তার পর থেকে কর্নাটকের রাজনীতিতে এই ৬১ বছরের লিঙ্গায়েত নেতার উত্থান চোখে পড়ার মতো। সোমবার কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বিএস ইয়েদুরাপ্পা। ওই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বোম্মাই ইয়েদুরাপ্পা-ঘনিষ্ঠ বলেই পরিচিত।

গত কয়েক বছরে তিনবার বদলেছে মুখ্যমন্ত্রী ৷ জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার পর দায়িত্ব নিয়েছিলেন বিজেপির ইয়েদুরাপ্পা ৷ এবার সেই মুখ্যমন্ত্রীরও বদল ঘটল ৷

আরও পড়ুন : অনেকটাই সস্তা হচ্ছে মুসুর ডাল, কৃষি সেস, আমদানি শুল্ক নিয়ে নয়া সিদ্ধান্ত কেন্দ্রের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest