Man Beaten To Death After Alleged Sacrilege Attempt At Golden Temple

Golden Temple: স্বর্ণমন্দিরে ঢুকে শিখ ধর্মগ্রন্থকে ছোঁয়ার চেষ্টা, জনতার মারে মৃত অভিযুক্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পাঞ্জাবের স্বর্ণমন্দিরকে (Golden Temple) অপবিত্র করার চেষ্টা চালাল এক ব্যক্তি। পবিত্র ধর্মগ্রন্থের উপর জুতো পরে উঠে পড়ে সে। অভিযোগ, পবিত্র কৃপান চুরিরও চেষ্টা করা হয়। কিন্তু উপস্থিত জনতা তাকে আটকে দেয়। পরে উন্মত্ত জনতার মারে মৃত্যু হয় অভিযুক্তর। যদিও পুলিশের তরফে মৃত্যুর কথা শিকার করা হয়নি। পুলিশের দাবি, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, শনিবার সন্ধ্যায় যখন স্বর্ণমন্দির চত্বরে উপাসনা চলছিল, সে সময় এক যুবক আচমকাই গ্রিল টপকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে ছোঁয়ার চেষ্টা করে ৷ কয়েকজন জানিয়েছেন, পাশের জঙ্গল টপকে এদিন গ্রন্থ সাহিবের প্রায় কাছে চলে গিয়েছিল ওই যুবক ৷ কিন্তু ধরা পড়ে যায় ওই যুবক ৷

একটি সূত্রের দাবি, ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তাঁকে প্রথমে ধরে শিরোমণি গুরুদ্বরা প্রবন্ধক কমিটির দফতরে নিয়ে যাওয়া হয় ৷ অভিযোগ, রাগে ফুঁসতে থাকা জনতা সেখানেই ওই যুবকের উপর চড়াও হয় ৷ গণপিটুনিতে সেখানেই মৃত্যু হয় ওই যুবকের ৷ যুবকের নাম পরিচয় এখনও জানা না গেলেও প্রত্যক্ষদর্শীদের দাবি, বছর ২০ বয়স হবে ওই যুবকের ৷

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা ভিডিও ফুটেজ বলছে, গণধোলাইয়ে মন্দির চত্বরে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। তবে অভিযুক্তর নাম-পরিচয় এখনও জানা যায়নি। কী উদ্দেশ্যে সে মন্দিরে ঢুকে এই অপকর্ম করল, তাও স্পষ্ট নয়। যদিও পুলিশের তরফে মৃত্যুর কথা স্বীকার করা হয়নি। অভিযুক্তকে তারা আটক করেছে বলে পুলিশ সূত্রের দাবি। এই ঘটনায় অমৃতসরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এ ধরনের ঘটনায় এলাকায় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন অনেকে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest