Site icon The News Nest

১৭ মিনিটের বিয়েতে আপত্তি, ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মণ্ডপে খুন মধ্যপ্রদেশে

mp wedding firing scaled

চোখের পলকে আনন্দ বদলে গেল বিষাদে। বিয়ের আসরে চলল গুলি। আর তাতেই প্রাণ গেল একজনের। রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh) ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, হরিয়ানার ‘গডম্যান’ রামপালের অনুগামীরা আয়োজন করেছিলেন ওই বিয়ের অনুষ্ঠানের। রামপালের এক অনুগামী জানিয়েছেন, তাঁরা ভিন্ন বিবাহ পদ্ধতি অনুসরণ করেন। মাত্র ১৭ মিনিটেই বিয়ে হয়ে যায় সেই পদ্ধতিতে। হামলাকারীদের দাবি, এ ধরনের বিয়ে হিন্দুধর্মের রীতির পরিপন্থী। অমিত বর্মা নামে এক পুলিশ অফিসার জানিয়েছেন, আয়োজন করা বিয়ের অনুষ্ঠানকে ‘অবৈধ’ বলে হামলা চালানো হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে ঘটনার ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, লাল পুলওভার গায়ে, চোখে সানগ্লাস এঁটে এক ব্যক্তি বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। বিয়ের আসরে বন্দুক দেখেই আতঙ্কে চিৎকার-চেঁচামেচি করতে থাকেন সেখানে উপস্থিত অতিথি-অভ্যাগতরা। সেই হুড়োহুড়িতেই এলাকার প্রাক্তন গ্রামপ্রধান দেবীলাল মীনা গুলিবিন্ধ হন। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় ১১জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও ভিডিওতে যে ব্যক্তিকে দেখা গিয়েছে, সে এখনও পুলিশের জালে ধরা পড়েছে কি না, নিশ্চিত নয়। তবে ধৃতেরা কোন সংগঠনের সদস্য সে ব্যাপার কিছু জানায়নি পুলিশ।

Exit mobile version