Manik Saha replaces Bilab Deb, took oath as 11th chief minister of Tripura State

Manik Saha: ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানিক সাহা, গরহাজির বিপ্লব মন্ত্রিসভার অনেক সদস্যই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ত্রিপুরার (Tripura) রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে শনিবার। আচমকা মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তিফা দিয়েছেন বিপ্লব দেব (BJP)। তারপর পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহার (Manik Saha) নামও ঘোষণা হয়ে গেছিল শনিবারই। রবিবার রাজ্যের ১১ তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। তবে বিপ্লব দেবের মন্ত্রিসভার অনেকেই এই শপথ অনুষ্ঠানে গরহাজির ছিলেন।

রবিবার সকালে ত্রিপুরা রাজভবনে গিয়ে রাজ্যপাল সত্যদেও নারাইন আর্যের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন চিকিৎসক-সাংসদ মানিক। জানান, রাজ্যের মানুষের জন্য প্রাণ দিয়ে কাজ করার শপথ নিলেন তিনি।

আরও পড়ুন: Golden Chariot: অশনি-র দাপটে সমুদ্রতটে ভেসে এল রহস্যময় ‘ভিনদেশি’ সোনালি রথ! শ্রীকাকুলামের VIDEO VIRAL

পরের বছরই ত্রিপুরায় ভোট। তার আগে এমন সময়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন বিপ্লব দেব। যার কারণ নিয়ে দেশের রাজনৈতিক মহলে চর্চা চলছেই। নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) আগে কংগ্রেসে ছিলেন। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২০ সালে তাঁকে বিজেপির স্টেট ইউনিট প্রেসিডেন্ট ঘোষণা করা হয়। এবছরের মার্চে আবার রাজ্যসভাতেও নির্বাচিত হয়েছিলেন মানিক সাহা।

এদিকে ত্রিপুরা বিজেপির অনেকেই মুখ্যমন্ত্রী হিসেবে মানিক সাহাকে নিয়ে সন্তুষ্ট নন। কালকের পর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যাতে দেখা গেছে এক বিজেপি নেতা চেয়ার টেবিল ভাঙচুর করছেন। বিপ্লব দেবের পরিবর্ত মুখ্যমন্ত্রীকে মানতে না পেরে ত্রিপুরা বিজেপিতে এমন অনেক ছোটখাটো ‘বিদ্রোহ’ শুরু হয়েছে বলে খবর।

অন্য দিকে, বিপ্লব দেব জানান, এখন দল তাঁকে যে ভূমিকা দেবে সেটাই পালন করবেন। দলই ঠিক করবে তাঁকে কোন জায়গায় রাখা হবে। তিনি শুধু নির্দেশ মেনে কাজ করবেন। নিজেকে বিজেপির অনুগত সৈনিক বলে মন্তব্য করেন ত্রিপুরার সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Biplab Deb: ত্রিপুরার রাজনীতিতে শোরগোল, হঠাৎ ইস্তফা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest