Site icon The News Nest

ক্ষমতা নয়- দেশের সেবা করাই উদ্দেশ্য! মন কি বাতে দাবি নরেন্দ্র মোদীর

modi man ki baat

স্রেফ খাতায়কলমে ক্ষমতায় থাকতে চান না। বরং দেশ এবং দেশবাসীর সেবা করে যেতে চান। সেটাই তাঁর লক্ষ্য। এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নিজের মাসিক রেডিও অনুষ্ঠানে মোদী দাবি করেন তাঁর প্রধান কর্তব্য হল জনগণের জন্য একজন ‘প্রধান সেবক’ হিসেবে কাজ করা।

এদিন ঠিক কী বলেছেন প্রধানমন্ত্রী?

রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজেকে একজন প্রধান সেবক বলে অভিহীত করেছেন। বলেছেন, “আমার প্রধান এবং প্রথম কর্তব্য হল দেশবাসীকে সেবা করা। ক্ষমতা ধরে রাখা বা ক্ষমতায় থাকা লক্ষ্য নয়। আমার কাছে এই পদ শুধু দেশ তথা দেশবাসীর সেবার জন্য। “

তাঁর সরকার দেশবাসী, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য কী কী পদক্ষেপ করেছে, রবিবার মনের কথা অনুষ্ঠানে তাও শোনালেন প্রধানমন্ত্রী মোদি। রবিবারের রেডিও অনুষ্ঠানে তিনি বলেন, “সরকার গৃহীত পদক্ষেপের জন্য দেশবাসীর জীবনের মানোন্নয়ন ঘটেছে। একথা শুনে এবং অনুভব করলে জীবন প্রাণবন্ত হয়ে ওঠে। একই সঙ্গে তা নতুন পরিকল্পনা গ্রহণে সরকারেক উদ্বুদ্ধ করে। জীবন থেকে এই শিক্ষাই পেয়েছি। তাই, আমি ক্ষমতার কাঙাল নই। ক্ষমতায় বসে থাকার কোনও অভিপ্রায় আমার নেই। আমার একমাত্র লক্ষ্য দেশবাসীর সেবা করা।”

আরও পড়ুন:

শোনালেন স্টার্টআপের কথা। রবিবারের রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ২০১৫ সালে মাত্রটি ১০-১৫টি স্টার্ট আপ ছিল। এখন ৭০টির বেশি স্টার্ট আপ রয়েছে দেশে। গত ১০-১২ মাসে যাদের মূল্য ১ বিলিয়নের চেয়ে বেশি।

স্মরণ করেছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের কথাও। শ্রদ্ধা জানালেন মুক্তিযুদ্ধের বীর সেনাদের, যাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ।

আরও পড়ুন:

 

Exit mobile version